[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বিদ্রোহী'দের নিয়ে আর ভাবছে না বাফুফে, রাখা হচ্ছে না কেন্দ্রিয় চুক্তিতে?

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ৬:৫৬ পিএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ৬:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করা ১৮ ফুটবলারকে আর পরিকল্পনায় রাখছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় দলের জন্য বিকল্প দল গঠনের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

বর্তমানে ৩৭ জন ফুটবলার নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন কোচ বাটলার। সিনিয়র জাতীয় দল ও বয়সভিত্তিক দলে ভালো পারফর্ম করা খেলোয়াড়দের নিয়েই নতুন করে চুক্তি করার পরিকল্পনা করছে বাফুফে।

ফেডারেশনের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, "আপাতত ওই ১৮ জনকে নিয়ে আর ভাবছি না। তাদের বলা হয়েছে, অনুশীলনে ফিরলে আমরা আবার পরিকল্পনা করব। তবে যারা অনুশীলনে আছেন, তাদের নিয়েই বিকল্প দল গঠন করা হবে।"

আগামী এক-দুই দিনের মধ্যেই নতুন চুক্তির ঘোষণা আসতে পারে। বাফুফে কর্মকর্তা আরও বলেন, "আগের ১৩ জন এবং নতুন যোগ হওয়া ফুটবলারদের মধ্যে যারা ভালো করছে, তাদেরকে চুক্তিতে রাখা হবে। যারা অনুশীলন বয়কট করেছে, তাদের রাখা হচ্ছে না। আজ কিংবা কাল জানিয়ে দেওয়া হবে।"

এর আগে, গত বৃহস্পতিবার বিশেষ কমিটির প্রতিবেদন পাওয়ার পর বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ব্যক্তিগতভাবে ফুটবলারদের সঙ্গে আলোচনা করেন। তাদের অনুশীলনে ফেরার অনুরোধ জানিয়ে তিনি বলেন, "তোমরা অনুশীলনে ফেরো, দরকার হলে আমি নিজেই উপস্থিত থাকব।"

তবে নির্ধারিত সময়ের মধ্যে অনুশীলনে না ফেরায় ফুটবলারদের বিষয়ে আর কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বাফুফে। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পে থাকলে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে, তবে দলীয় পরিকল্পনায় তারা আপাতত নেই।

https://protidinerbangla.net/sports/news/2749

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর