যথাযোগ্য সম্মান ও উৎসবমুখর পরিবেশে সংযুক্ত আরব
আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দূতাবাস চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সিলর তৌহিদ ইমাম। এ সময় বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির বাণী পাঠ করেন উপমিশন প্রধান শাহনাজ আক্তার রানু। প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন লেবার কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ খান এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) রুবাইয়া আফরোজ।
মহান বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সমিতি, জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান, বাংলাদেশ স্কুলের প্রতিনিধিসহ মুক্তিযোদ্ধা, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: