[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

দ্বাদশ বর্ষে ইউএস-বাংলা: ২৪ উড়োজাহাজে ২০ গন্তব্যে ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ২:৫৬ এএম

ইউএস-বাংলা এয়ারলাইন্স

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস যাত্রার দ্বাদশ বছরে পা দিয়েছে।

২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করা সংস্থাটি বর্তমানে ২৪টি উড়োজাহাজ নিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সেবা দিচ্ছে।

বর্তমান বহরে রয়েছে ২টি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০ এবং ১৩টি ড্যাশ ৮-কিউ৪০০। ৯০ শতাংশের বেশি অন-টাইম ফ্লাইট পরিচালনার হার দাবি করছে প্রতিষ্ঠানটি।

অভ্যন্তরীণ রুটে ইউএস-বাংলা ঢাকাকে কেন্দ্র করে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে।

আন্তর্জাতিক রুটে রয়েছে— কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু।

স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথম দেশীয় সংস্থা হিসেবে ইউএস-বাংলা সরাসরি চীন, চেন্নাই ও মালেতে ফ্লাইট চালু করে। শিগগিরই বহরে আরও একটি এয়ারবাস ৩৩০-৩০০ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ২০২৬ সালের মধ্যে ইউরোপের লন্ডন ও রোম এবং ২০২৮ সালের মধ্যে নিউইয়র্ক ও টরন্টো রুটে ফ্লাইট চালুর লক্ষ্যে কাজ করছে সংস্থাটি।

যাত্রীসেবার মানে নজরকাড়া উন্নতির স্বীকৃতি হিসেবে ২০১৫, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইনস’ পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা।

বর্তমানে দেশ-বিদেশে প্রায় ৩ হাজার কর্মকর্তা-কর্মচারী এ সংস্থায় কর্মরত রয়েছেন।

একাদশ বর্ষপূর্তি উপলক্ষে ইউএস-বাংলার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, “যাত্রীসেবার মান নিশ্চিত করতে আমরা আধুনিক উড়োজাহাজ সংযোজন করছি। দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারা আমাদের গর্ব।”

সংস্থার জনসংযোগ মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, “আন্তর্জাতিক ফ্লাইটের পর মাত্র ১৫ মিনিটেই লাগেজ ডেলিভারির ব্যবস্থা করা হচ্ছে। আমরা বিশ্বাস করি— যাত্রী লাগেজের জন্য নয়, বরং লাগেজ যাত্রীর জন্য অপেক্ষা করবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর