দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০২৪ সালের ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছে।
বাংলাদেশের অন্যতম ট্রাভেল বিষয়ক পাক্ষিক “দি বাংলাদেশ মনিটর” এই সম্মাননা প্রদান করে।
ইন-ফ্লাইট সার্ভিস, এয়ারপোর্ট সার্ভিস, অন-টাইম পারফরম্যান্স, উন্নতমানের সেবার ধারাবাহিকতা এবং দেশের অভ্যন্তরীণ রুটে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সকে এই পুরস্কারে সম্মানিত করা হয়।
এ নিয়ে টানা তিন বছর এই খেতাব অর্জন করল ইউএস-বাংলা, যা প্রতিষ্ঠানটির জন্য একটি হ্যাটট্রিক স্বীকৃতি।
পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ৫ জুলাই, ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলাম-এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দি বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, জুরি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, শেয়ার ট্রিপের প্রধান নির্বাহী সাদিয়া হকসহ আরও অনেকে।
এ বছর ইউএস-বাংলা এয়ারলাইন্স আরও কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে। এর মধ্যে রয়েছে:
উল্লেখযোগ্যভাবে, ইন-ফ্লাইট সার্ভিস ও ইমপ্রুভমেন্ট ক্যাটাগরির গোল্ড এ্যাওয়ার্ড গ্রহণ করেন ইউএস-বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম।
এ সম্মাননা প্রসঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন,
“এই পুরস্কার আমাদের যাত্রীদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। ভবিষ্যতে আরও উন্নত সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রসঙ্গত, ইউএস-বাংলা ২০১৫, ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে ‘দি বাংলাদেশ মনিটর’-এর পক্ষ থেকে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন পুরস্কারে ভূষিত হয়।
এসআর
মন্তব্য করুন: