[email protected] বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

ফ্লাইটের টিকিট বুকিংয়ে নতুন নিয়ম চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৩ পিএম
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৭ পিএম

ফাইল ছবি

বিদেশগামী ফ্লাইটের টিকিট বুকিংয়ের নিয়মে পরিবর্তন এনেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

এখন থেকে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের কপি ছাড়া অগ্রিম টিকিট বুকিং করা যাবে না।

সম্প্রতি মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল।

বৈঠকে বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের টিকিটের মূল্য নির্ধারণসহ টিকিট বুকিং প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুকিংয়ের পর ৭২ ঘণ্টার মধ্যে টিকিট ইস্যু না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।

এছাড়া, এয়ারলাইনস বা ট্রাভেল এজেন্সিগুলো গ্রুপ বুকিংয়ের মাধ্যমে ব্লক করা টিকিটের ক্ষেত্রে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও কপি নিশ্চিত করার জন্য সাত দিন সময় পাবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দিলে, তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট টিকিট বাতিল করা হবে।

নতুন এ বিধিনিষেধের ফলে টিকিট কালোবাজারি রোধ ও যাত্রীদের সmooth ভ্রমণ নিশ্চিত করার আশা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর