[email protected] বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

ট্রাভেল এজেন্ট-এয়ারলাইনস সিন্ডিকেটের কারসাজিতে তিন গুণ প্লেনভাড়া বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫ ৯:৫৮ এএম

ফাইল ছবি

বাংলাদেশের এভিয়েশন খাতে প্লেনভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

অসাধু একটি সিন্ডিকেট সিট ব্লক করে কৃত্রিম সংকট সৃষ্টি করে টিকিটের মূল্য দ্বিগুণ বা তিন গুণ পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে।

এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিদেশগামী শ্রমিক, শিক্ষার্থী ও প্রবাসীরা।

এই সমস্যা সমাধানে ১৫ দফা পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ট্রাভেল এজেন্টদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)

গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আটাব সভাপতি আবদুস সালাম আরেফ বলেন, এয়ার টিকিটের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হলো এয়ারলাইনসের মাধ্যমে গ্রুপ সিট ব্লকিং এবং নামবিহীন গ্রুপ টিকিট বুকিং।

কিছু মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইনস তাদের পছন্দের কিছু এজেন্সির নামে ভ্রমণ নথিপত্র ছাড়াই অগ্রিম তারিখে সিট ব্লক করে। ফলে কৃত্রিম সংকট তৈরি হয় এবং টিকিটের মূল্য ২০-৫০ শতাংশ, কখনো দ্বিগুণ-তিন গুণ পর্যন্ত বাড়ে।

আটাবের দাবি ও প্রস্তাবনা

সংবাদ সম্মেলনে আটাব এ সমস্যার সমাধানে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেছে:, বাল্ক টিকিট বিক্রি বন্ধ: নাম, পাসপোর্ট নম্বর, ভিসা ও ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স ছাড়া কোনো বুকিং করা যাবে না। ব্লক সিট মুক্ত করা: এয়ারলাইনসের ব্লক করা ৬০ হাজার সিট দ্রুত মুক্ত করে সংকট দূর করার আহ্বান। উন্মুক্ত টিকিট বিক্রি: এয়ারলাইনসের সেলস পলিসি স্বচ্ছ ও উন্মুক্ত করার দাবি। ভাড়া নির্ধারণ: বিভিন্ন রুটে সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া বাস্তবসম্মতভাবে নির্ধারণ। বাজেট এয়ারলাইনস নীতিমালা: বাজেট এয়ারলাইনসের ভাড়া ন্যায্য করার জন্য আলাদা বিধিমালা প্রণয়ন। টাস্কফোর্স গঠন: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আটাবসহ সংশ্লিষ্টদের নিয়ে টাস্কফোর্স গঠন।

সিন্ডিকেট নিয়ন্ত্রণে শাস্তিমূলক ব্যবস্থা দাবি

আটাব সভাপতি জানান, অসাধু এজেন্সি এবং এয়ারলাইনস স্টাফদের বিরুদ্ধে অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনারও প্রস্তাব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আটাবের মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, সাবেক মহাসচিব জিন্নুর আহমেদ চৌধুরী দিপু, উপমহাসচিব তোয়াহা চৌধুরীসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

পরিস্থিতি উন্নয়নের আহ্বান

টিকিট মজুদদারির মতো অসাধু কার্যক্রম বন্ধ করে শিডিউল ফ্লাইট বৃদ্ধি এবং অতিরিক্ত ফ্লাইট পরিচালনার মাধ্যমে এ সংকট সমাধান সম্ভব বলে মনে করেন আটাব নেতারা। এছাড়া এয়ারলাইনস ও ট্রাভেল এজেন্টদের মধ্যে প্রতিযোগিতা বাড়ানোর মাধ্যমে ভাড়া সহনীয় রাখা সম্ভব।

বিদেশগামী যাত্রীদের ওপর আর্থিক চাপ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে আটাব।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর