ঢাকা থেকে দক্ষিণ এশিয়া এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন গন্তব্যে বিশেষ ছাড়ে আগাম টিকিট বিক্রি শুরু করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স।
এয়ারলাইন্সটি জানিয়েছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বরের মধ্যে টিকিট কাটলে ২০২৫ সালের ১৫ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণ করা যাবে।
ছাড়প্রাপ্ত গন্তব্য ও ভাড়া
সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিশেষ অফারে নিম্নলিখিত গন্তব্যগুলোতে ভ্রমণের সুযোগ রয়েছে:
থাইল্যান্ড: ব্যাংকক ও ফুকেট – ৩০,৬১৩ টাকা
শ্রীলঙ্কা: কলম্বো – ৪৬,৫১৩ টাকা
মালয়েশিয়া: কুয়ালালামপুর – ৩২,৬৬৯ টাকা, পেনাং – ৩২,০০০ টাকা
ইন্দোনেশিয়া: বালি – ৪৩,৮৪১ টাকা
ফিলিপাইন: ম্যানিলা – ৪৪,৮২৮ টাকা
সিঙ্গাপুর: রিটার্ন টিকিট – ৪০,২৪৭ টাকা
মার্কিন যুক্তরাষ্ট্র: লস এঞ্জেলস – ১,০১,০০০ টাকা
অস্ট্রেলিয়া: মেলবোর্ন – ১,০১,৭১৪ টাকা
শর্তাবলী:
টিকিট বুকিং সিটের প্রাপ্যতার ওপর নির্ভর করবে।
টিকিট ক্যান্সেল করলে টাকা ফেরতযোগ্য নয়।
ভিসা না পেলে পুরো টাকার রিফান্ড পাওয়া যাবে।
টিকিটে নাম বা তারিখ পরিবর্তন করা যাবে না।
ব্যাগেজ সুবিধা:
চেক-ইন ব্যাগেজ: ২৫ কেজি
হ্যান্ড ব্যাগেজ: ৭ কেজি
বাংলাদেশের যেকোনো আন্তর্জাতিক (ডুয়েল কারেন্সি) ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিট কেনা যাবে।
সিঙ্গাপুরে ট্রানজিট নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভ্রমণের জন্য এই অফার বাংলাদেশি ভ্রমণপ্রেমীদের জন্য বিশেষ সুযোগ তৈরি করেছে।
এসআর
মন্তব্য করুন: