[email protected] বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপজুড়ে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ৭:৫৭ এএম

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও এশিয়ার অন্যতম নারী

সরকারপ্রধান বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে মালদ্বীপজুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু।
এক শোকবার্তায় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় প্রেসিডেন্ট মইজ্জু বলেন, এই দুঃসময়ে মহান আল্লাহ যেন শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি দান করেন।
এদিকে প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি শোক বই খোলা হয়েছে। মিশনের কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (৩১ ডিসেম্বর) থেকে প্রবাসী বাংলাদেশিরা শোক বইয়ে স্বাক্ষর করতে পারবেন।
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মালদ্বীপ বিএনপির উদ্যোগে খতমে কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে। প্রবাসী হাফেজদের অংশগ্রহণে স্থানীয় একটি মসজিদে এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে।
এ ছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন প্রবাসী সংগঠন। প্রবাসী সাংবাদিক ফোরাম মালদ্বীপের সভাপতি মো. এমরান হোসেন তালুকদার গভীর শোক জানিয়ে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন। একইভাবে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপের সভাপতি মো. আলমগীর হোসেন পৃথকভাবে শোক ও সমবেদনা জানিয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর