চ্যাটজিপিটিতে বিজ্ঞাপনের মতো অ্যাপ সাজেশন দেখানো নিয়ে
সাম্প্রতিক সময়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন পেইড ব্যবহারকারী স্ক্রিনশট শেয়ার করে দাবি করেন—তারা পেলোটন, টার্গেটসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণামূলক বার্তা দেখেছেন।
শুরুতে ওপেনএআই এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে জানায়, চ্যাটজিপিটিতে কোনো ধরনের বিজ্ঞাপন চালু নেই, এমনকি বিজ্ঞাপন পরীক্ষাও চলছে না। কিন্তু ব্যবহারকারীদের প্রতিক্রিয়া বাড়তে থাকলে প্রতিষ্ঠানটির প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন স্বীকার করেন যে, এই বিষয়ে তারা প্রত্যাশিত মান বজায় রাখতে পারেননি। তিনি আরও জানান, আপাতত এমন সব অ্যাপ সাজেশন বন্ধ রাখা হয়েছে।
মার্ক চেনের ব্যাখ্যা অনুযায়ী, যেসব সাজেশন ব্যবহারকারীরা দেখেছেন, সেগুলো আসলে চ্যাটজিপিটির নিজস্ব অ্যাপ ইকোসিস্টেমের অংশ ছিল—যা কোনোভাবেই বাণিজ্যিক বিজ্ঞাপন নয়। তবে এগুলো অনেকের কাছে বিজ্ঞাপনের মতো মনে হওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, এবং সেই কারণেই ফিচারটি সরিয়ে নেওয়া হয়েছে।
চ্যাটজিপিটির প্রধান নিক টার্লিও একই সুরে জানান, চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন নেই এবং ছড়ানো স্ক্রিনশটগুলো হয় বিভ্রান্তিকর, নয়তো প্রাসঙ্গিক নয়। তার ভাষায়, ভবিষ্যতে যদি কখনো বিজ্ঞাপন যুক্ত করা হয়, সেটি অত্যন্ত সতর্কতার সঙ্গে করা হবে।
এদিকে অনেক ব্যবহারকারী কোম্পানির বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কেউ কেউ মন্তব্য করছেন—“আমাদের সহজে বোকা বানানো যাবে না।”
মার্ক চেন আরও এক পদক্ষেপ এগিয়ে বলেন, ভবিষ্যতে কোনো সাজেশন যদি বিজ্ঞাপনের মতো মনে হয়, তা অত্যন্ত সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করা হবে। মডেলের সঠিকতা ও মান বাড়ানো না পর্যন্ত এমন সব সাজেশন বন্ধ থাকবে। এমনকি ব্যবহারকারীরা চাইলে ভবিষ্যতে এসব নিয়ন্ত্রণের অপশনও পাবেন।
এই বিতর্কের মাঝে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ওপেনএআই–এর সিইও স্যাম অল্টম্যান সম্প্রতি কোম্পানির ভেতরে “কোড রেড” নোটিশ জারি করেছেন। তার সর্বোচ্চ অগ্রাধিকার এখন চ্যাটজিপিটির গুণগত মান উন্নয়ন—যার ফলে বিজ্ঞাপনসহ অন্যান্য পরিকল্পনা আপাতত পিছিয়ে গেছে।
বছরের শুরুতে ইনস্টাকার্ট ও ফেসবুকের সাবেক নির্বাহী ফিজি সিমো ওপেনএআই–তে যোগ দেওয়ার পর ধারণা করা হয়েছিল, প্রতিষ্ঠানটি দ্রুত বিজ্ঞাপন–ভিত্তিক আয় বাড়াবে। কিন্তু সাম্প্রতিক পরিবর্তন দেখাচ্ছে—এখন ওপেনএআই সবকিছুর আগে মান ও নির্ভুলতাকে গুরুত্ব দিচ্ছে।
বিতর্ক আপাতত স্তিমিত হলেও ব্যবহারকারীরা নজর রাখছেন—চ্যাটজিপিটির অভিজ্ঞতা কতটা উন্নত হয়, সেটাই এখন মূল প্রশ্ন।
এসআর
মন্তব্য করুন: