[email protected] শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
১৪ অগ্রহায়ণ ১৪৩২

হোম ফিডের বিশৃঙ্খলা দূর করতে ইউটিউবের নতুন ফিচার

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫ ৩:৪০ পিএম

ইউটিউব হোম ফিডে অনাকাঙ্ক্ষিত ভিডিও দেখানোর সমস্যার

সমাধানে একটি নতুন পরীক্ষামূলক ফিচার চালু করেছে, যার নাম “Your Custom Feed”। অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে ইউটিউবের অ্যালগরিদম তাদের দেখার ধরন সঠিকভাবে বোঝে না—যেমন, কয়েকটি বাচ্চাদের ভিডিও দেখলেই পুরো ফিড সেই ধরনের ভিডিওতে ভরে যায়।

নতুন ফিচারটি ব্যবহারকারীদের সরাসরি নিজেদের আগ্রহ অনুযায়ী নির্দেশ দিতে দেবে। হোমপেজে একটি নতুন অপশন থেকে ব্যবহারকারীরা রান্না, ভ্রমণ বা প্রযুক্তির মতো যেকোনো বিষয়ের নাম লিখে জানাতে পারবেন তারা কী ধরনের ভিডিও দেখতে চান। এরপর ইউটিউব সেই পছন্দকে অগ্রাধিকার দিয়ে ফিড সাজাবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এটি চালু হলে ইউটিউব ব্যবহারের অভিজ্ঞতা আরও নিয়ন্ত্রিত এবং ব্যক্তিভিত্তিক হবে। আগে যেসব কাজ “Not Interested” বা “Don't Recommend Channel” অপশনের মাধ্যমে করতে হতো, এখন তা আরও সহজভাবে করা যাবে।

বর্তমানে ফিচারটি সীমিত পর্যায়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। সফল হলে ভবিষ্যতে সবার জন্য উন্মুক্ত করা হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর