ফেসবুক গ্রুপে ব্যক্তিগত গোপনীয়তা আরও সুরক্ষিত করতে
নতুন একটি ফিচার চালু করেছে মেটা। এখন থেকে ব্যবহারকারীরা গ্রুপের ভেতরে নিজেদের আসল নাম না দেখিয়ে আলাদা একটি ‘নিকনেম’ ব্যবহার করে পোস্ট, মন্তব্য ও প্রতিক্রিয়া জানাতে পারবেন। এতে পুরোপুরি অজ্ঞাত না থাকলেও পরিচয় সহজে প্রকাশ পাবে না—আবার একইসঙ্গে গ্রুপে নিজস্ব পরিচিতিও তৈরি হবে।
মেটা জানায়, আগে গ্রুপে অ্যানোনিমাস পোস্ট করার ব্যবস্থা থাকলেও এতে ব্যবহারকারীর পরিচয় বোঝার উপায় ছিল না। নতুন নিকনেম ফিচার সেই সমস্যার সমাধান করবে। সদস্যরা চাইলে গ্রুপে ব্যবহারের জন্য আলাদা একটি পরিচিত নাম বেছে নিতে পারবেন, যা বাস্তব নামের সঙ্গে যুক্ত নয়।
এই সুবিধা ফেসবুকের দীর্ঘদিনের ‘রিয়েল নেম’ নীতির একটি পরিবর্তিত সংস্করণ। প্রথমদিকে বাস্তব পরিচয়ের ভিত্তিতে প্ল্যাটফর্ম গড়ে উঠলেও পরে গ্রুপকে কেন্দ্র করে অচেনা মানুষদের সংযোগ বাড়তে থাকে, ফলে গোপনীয়তার প্রয়োজনীয়তাও বৃদ্ধি পায়।
নিকনেম ফিচারের নিয়ম ও সুবিধা
কোনো গ্রুপে নিকনেম সেট করলে সেই গ্রুপে পোস্ট, মন্তব্য, রিয়্যাকশন—সবই সেই নামেই দেখাবে।
সদস্যরা ব্যবহারকারীর আসল প্রোফাইল বা ছবি দেখতে পারবেন না।
তবে গ্রুপ অ্যাডমিন, মডারেটর এবং ফেসবুক সিস্টেম ব্যবহারকারীর প্রকৃত পরিচয় দেখতে পারবে।
গত সাত দিনের পোস্ট, মন্তব্য ও প্রতিক্রিয়া নিকনেমের ভিত্তিতে দেখা যাবে।
নিকনেম প্রতি দুই দিনে একবার পরিবর্তন করা যাবে, এবং পরিবর্তিত হলে পুরোনো সব পোস্টেও স্বয়ংক্রিয়ভাবে নতুন নাম দেখাবে।
মেটা ব্যবহারকারীদের জন্য সম্ভাব্য নিকনেম প্রস্তাব দেবে। চাইলে নিজের মতো নাম ঠিক করা যাবে, তবে সেটি অবশ্যই ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মানতে হবে এবং গ্রুপে অন্য কেউ আগে ব্যবহার না করে থাকতে হবে। চাইলে নিকনেমের জন্য আলাদা ছবি বা রঙিন ব্যাকগ্রাউন্ডও বেছে নেওয়া যাবে।
কীভাবে ব্যবহার করবেন?
নতুন পোস্ট দেওয়ার সময় “Post anonymously”-এর পাশে থাকা “Use nickname” অপশনটি নির্বাচন করতে হবে। যেকোনো সময় আবার মূল নামে ফিরে যাওয়াও সম্ভব।
তবে নিকনেম ব্যবহারে কিছু সীমাবদ্ধতা রয়েছে—লাইভ ভিডিও তৈরি, ব্যক্তিগত বার্তা পাঠানো বা কনটেন্ট শেয়ার করার মতো কিছু ফিচার ব্যবহার করা যাবে না। চাইলে অন্য ব্যবহারকারীর নিকনেম ব্লক করার সুবিধা থাকবে।
এসআর
মন্তব্য করুন: