[email protected] মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
১১ অগ্রহায়ণ ১৪৩২

জিমেইলের ইমেইল দিয়ে এআই প্রশিক্ষণ? গুগলের দাবি ‘ভুল ব্যাখ্যা’

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ ৭:৫৭ পিএম

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন ধারণা ছড়িয়েছে যে গুগল

ব্যবহারকারীর ইমেইল ও এটাচমেন্ট ব্যবহার করে তাদের এআই মডেল প্রশিক্ষণ দিচ্ছে। কিছু পোস্টে বলা হচ্ছে, এ থেকে বাঁচতে হলে জিমেইলের “স্মার্ট ফিচার” বন্ধ করতে হবে।

গুগল এই ধারণাটিকে ভুল বলে মন্তব্য করেছে। তারা জানিয়েছে:

তারা ব্যবহারকারীর ইমেইল বা এটাচমেন্ট কখনোই এআই প্রশিক্ষণের জন্য ব্যবহার করে না।

“স্মার্ট ফিচার” মূলত ব্যবহারকারীর সুবিধার জন্য—যেমন বানান পরীক্ষা, অর্ডার ট্র্যাকিং, ফ্লাইট তথ্য ক্যালেন্ডারে যোগ করা ইত্যাদি।

এ বছরের শুরুতে স্মার্ট ফিচার ও ব্যক্তিগতকরণের সেটিংস নতুনভাবে সাজানো হয়েছে। এখন ব্যবহারকারীরা জিমেইল, ম্যাপস বা ওয়ালেটের ফিচার স্বাধীনভাবে চালু বা বন্ধ করতে পারেন।

ওয়ার্কস্পেস সেটিংসেও বলা হয়েছে, ব্যবহারকারীর কার্যক্রম ব্যক্তিগতকরণের জন্য ব্যবহার হতে পারে, কিন্তু এটি এআই প্রশিক্ষণের উদ্দেশ্যে নয়।

গুগল ব্যবহারকারীর ইমেইল দিয়ে এআই মডেল তৈরি করে না। ভাইরাল পোস্টগুলো ভুল বোঝাবুঝি থেকে তৈরি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর