[email protected] মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
১০ অগ্রহায়ণ ১৪৩২

এবার নিজের ঘরেই হবে ভার্চুয়াল আড্ডা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ৫:৪৭ পিএম

মেটা তাদের ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে নতুন ধাপ যোগ করেছে।

এতদিন হাইপারস্কেপ সিস্টেম ব্যবহার করে ব্যবহারকারীরা শুধু নিজের ঘরের ডিজিটাল প্রতিরূপে একাই প্রবেশ করতে পারতেন। এবার সেই সীমা ভেঙে মেটা চালু করেছে বহু-ব্যবহারকারী সুবিধা, যার ফলে একই ভার্চুয়াল রুমে বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দেওয়া সম্ভব হবে।

মেটা জানায়, এখন একজন ব্যবহারকারীর তৈরি হাইপারস্কেপ রুমে সর্বোচ্চ আটজন পর্যন্ত একসঙ্গে প্রবেশ করতে পারবেন। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে। কোয়েস্ট থ্রি বা কোয়েস্ট থ্রি এস হেডসেট দিয়ে আগে যেভাবে ঘরের প্রতিটি অংশ স্ক্যান করে থ্রিডি ডিজিটাল কপি তৈরি করা হতো, সেখানে কেবল ব্যক্তিগতভাবে সময় কাটানো যেত। এখন বিশেষ একটি লিংক শেয়ার করলে অন্যরা তাদের নিজস্ব কোয়েস্ট হেডসেট বা মেটা হরাইজন মোবাইল অ্যাপ ব্যবহার করে সেই রুমে যোগ দিতে পারবেন।

নতুন আপডেটে 'অন-ডিভাইস রেন্ডারিং' যুক্ত হওয়ায় ভার্চুয়াল ঘরগুলো আরও বাস্তবসম্মত দেখাবে এবং ঘরের সূক্ষ্ম বৈশিষ্ট্যগুলো স্বাভাবিকভাবে ফুটে উঠবে। সঙ্গে যোগ হয়েছে অবস্থানভেদে শব্দ শোনার অপশন, যা ভার্চুয়াল আড্ডাকে আরও প্রাণবন্ত করে তুলবে।

তবে সুবিধাটি এখনই সবার জন্য উন্মুক্ত হয়নি। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হবে। নতুন ফিচার অ্যাক্টিভ হলে ব্যবহারকারীদের আবার ঘর স্ক্যান করে শেয়ারযোগ্য ভার্চুয়াল রুম তৈরি করতে হবে।

মেটার মুখপাত্র রেশেল হোল্ম জানিয়েছেন, “ফিচারটি ধীরে ধীরে ব্যবহারকারীদের কাছে পৌঁছাচ্ছে। যারা পেয়েছেন, তারা অল্প সময়ের মধ্যেই নিজেদের স্ক্যান করা ঘরে বন্ধুদের নিয়ে আড্ডা দিতে পারবেন।”

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, হাইপারস্কেপ মেটার ভিআর অভিজ্ঞতাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। ডেমো ভিডিওগুলো থেকেও দেখা গেছে, স্ক্যান করা ঘরের ক্ষুদ্রতম বিবরণ অত্যন্ত নিখুঁতভাবে পুনর্নির্মাণ হচ্ছে।

সব মিলিয়ে বলা যায়, হাইপারস্কেপ ভিআর জগতে নতুন মাত্রা যোগ করছে—যেখানে নিজের ঘরের ডিজিটাল প্রতিরূপই হয়ে উঠতে পারে দূরে থাকা বন্ধুদের আরেকটি বাস্তবসম্মত মিলনমেলা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর