[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

নতুন এআই হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং সেন্টার খুললো গুগল

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ৩:১৭ পিএম

গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেট বৃহস্পতিবার তাইওয়ানে তাদের

নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং সেন্টারের উদ্বোধন করেছে। যুক্তরাষ্ট্রের বাইরে গুগলের এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং স্থাপনা হিসেবে বিবেচিত হচ্ছে।

তাইওয়ানে বিশ্বখ্যাত চিপ নির্মাতা টিএসএমসি অবস্থিত—যাদের তৈরি প্রসেসর এনভিডিয়াসহ বহু আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ব্যবহার করে। এসব চিপ বর্তমান বৈশ্বিক এআই প্রযুক্তির অগ্রগতিতে অপরিহার্য ভূমিকা রেখে চলেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেন, “তাইওয়ান শুধু বিশ্ব প্রযুক্তি সরবরাহ ব্যবস্থার কেন্দ্রীয় অংশ নয়, বরং নিরাপদ ও নির্ভরযোগ্য এআই উদ্ভাবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।”

যুক্তরাষ্ট্রের দ্য ডি ফ্যাক্টো রাষ্ট্রদূত রেমন্ড গ্রিন বলেন, “গুগলের নতুন কেন্দ্র দুটি দেশের ঘনিষ্ঠ অংশীদারত্বের প্রতীক। এটি নতুন এক অধ্যায় শুরু করবে এবং যুক্তরাষ্ট্র–তাইওয়ান অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত হবে।”

গুগল ক্লাউডের প্ল্যাটফর্ম ডিরেক্টর গ্রেগ মুর জানান, কেন্দ্রটিতে মূলত চিপ ইন্টিগ্রেশন সংক্রান্ত কাজ হবে। বিশেষভাবে গুগলের টিপিইউ এআই প্রসেসর মাদারবোর্ডে সংযুক্ত করে সার্ভারে ব্যবহারের উপযোগী করা হবে। গুগল ২০২০ সালে তাইওয়ানে ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং টিম গঠন করেছিল—যার আকার এখন তিনগুণ বৃদ্ধি পেয়েছে। নতুন কেন্দ্রের জন্য আরও কয়েক শতাধিক কর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

এছাড়া, গুগল ইতোমধ্যে তাইওয়ানে দুটি কনজিউমার ইলেকট্রনিক্স হার্ডওয়্যার সেন্টার পরিচালনা করছে এবং ২০১৩ সাল থেকে একটি ডেটা সেন্টার সক্রিয়ভাবে চালু রয়েছে।

গুগল ক্লাউডের ভাইস প্রেসিডেন্ট আমের মাহমুদ বলেন, “এটি কেবল একটি অফিসের উদ্বোধন নয়—বরং একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম উন্নয়নে বিনিয়োগ। যা বৈশ্বিক এআই উদ্ভাবনের মানচিত্রে তাইওয়ানের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।”

চীনের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন থাকা সত্ত্বেও তাইওয়ান মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে। চীনের সমালোচনা সত্ত্বেও তাইওয়ান বারবার চীনা এআই সিস্টেমের নিরাপত্তা ঝুঁকি তুলে ধরেছে।

নতুন গুগল ইঞ্জিনিয়ারিং সেন্টারের উদ্বোধন তাইওয়ানকে আন্তর্জাতিকমানের এআই উদ্ভাবনের কেন্দ্র হিসেবে আরও এগিয়ে নেয়ার বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর