সারা দেশে মোবাইল ফোন বিক্রির সব দোকান সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ী এবং সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাইয়েদ পিয়াসকে গতরাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) বাসা থেকে নিয়ে গেছে। তাঁকে দ্রুত সময়ের মধ্যে ফেরত না দিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তাঁরা।
বক্তারা বলেন, ‘অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে তাৎক্ষণিক মুক্তি না দিলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
তাঁদের দাবি, প্রতিবাদস্বরূপ দেশজুড়ে সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ থাকবে।
পিয়াসের পরিবারের পক্ষ থেকেও তাঁকে ডিবি নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তাঁর স্ত্রী সুমাইয়া চৌধুরী জানান, মঙ্গলবার গভীর রাতে মিরপুর-১ এর বাসা থেকে তাঁর স্বামীকে নিয়ে যায় ডিবির একটি দল। এ সময় পিয়াসের মোবাইল ফোনটিও জব্দ করা হয় বলে দাবি করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: