[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ১১:৫৪ এএম

হোয়াটসঅ্যাপ এখন শুধু বার্তা আদান–প্রদানের অ্যাপ নয়—এটি

বহু মানুষের ব্যক্তিগত, কর্মজীবন এবং দৈনন্দিন যোগাযোগের নির্ভরযোগ্য মাধ্যম। বিশ্বের কোটি মানুষ ব্যবহার করা এই প্ল্যাটফর্মে আরও গোপনীয়তা যোগ করতে নতুন একটি ফিচার পরীক্ষা করছে মেটা।

বিটা সংস্করণে পরীক্ষাধীন এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা নাম এবং ফোন নম্বর প্রকাশ না করেই চ্যাট করতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, এটি ব্যবহারকারীর অনলাইন নিরাপত্তা আরও শক্তিশালী করবে।

হোয়াটসঅ্যাপের প্রোফাইল সেটিংসে যুক্ত হবে “Reserve User” নামে একটি নতুন অপশন। এ সুবিধা চালু করলে যার সঙ্গে মেসেজ করা হচ্ছে, তিনি ব্যবহারকারীর পরিচয়—নাম বা নম্বর কোনোটাই দেখতে পারবেন না। অপরিচিত নম্বরের বিরক্তি কমাতে বা গোপনীয়ভাবে চ্যাট করতে এটি বিশেষভাবে কার্যকর হবে।

গোপনীয়তা বাড়ানোর পাশাপাশি আরও একটি নিরাপত্তা স্তর যুক্ত হচ্ছে। অজানা ওয়েবসাইট বা অচেনা প্ল্যাটফর্ম থেকে কোনো মেসেজ এলে তা স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে। এর ফলে ফিশিং, প্রতারণা বা ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি অনেকটাই কমবে।

অনেকে ভাবছেন—পরিচয় গোপন থাকলে নতুন কেউ কীভাবে যোগাযোগ করবে? এ জন্য আসছে “Username with PIN” ব্যবস্থা। ব্যবহারকারী নিজের একটি চার অঙ্কের পিন সেট করবেন। সেই পিন দেওয়া থাকলেই কেউ তাকে মেসেজ করতে পারবে। অর্থাৎ যোগাযোগের অনুমতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাবে নিজের মতো।

ডিজিটাল নিরাপত্তা নিয়ে উদ্বেগ যখন বিশ্বজুড়ে বাড়ছে, ঠিক তখনই হোয়াটসঅ্যাপের এই নতুন উদ্যোগ ব্যক্তিগত চ্যাটকে আরও সুরক্ষিত করবে বলে মনে করা হচ্ছে। আগামী বছর থেকে এই উন্নত “প্রাইভেসি শিল্ড” চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর