[email protected] বুধবার, ৫ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২

তরুণদের মন জয় করছে ফেসবুক ডেটিং

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫ ৭:০১ এএম

অনলাইন ডেটিংয়ের দুনিয়ায় এতদিন টিন্ডার ও বাম্বল নামই ছিল সবচেয়ে আলোচিত। তবে এখন জনপ্রিয়তার দৌড়ে নতুনভাবে জায়গা করে নিচ্ছে ফেসবুক ডেটিং—একটি ফিচার, যেটি শুরুর দিকে অনেকেই গুরুত্ব দেননি, কিন্তু বর্তমানে ব্যবহারকারীদের আগ্রহ দ্রুত বাড়ছে।

 

২০১৯ সালে চালু হলেও শুরুতে তেমন আলোচনায় আসেনি ফেসবুক ডেটিং। তবে সম্প্রতি প্রথমবারের মতো এর ব্যবহারসংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করেছে মেটা। কোম্পানির তথ্যমতে, বর্তমানে প্রতিদিন প্রায় ২ কোটি ১৫ লাখ ব্যবহারকারী এই ফিচারটি ব্যবহার করছেন, যা এখন সক্রিয় রয়েছে ৫২টি দেশে।

আলাদা কোনো অ্যাপ না হয়ে, ফেসবুক ডেটিং সরাসরি ফেসবুকের মূল অ্যাপের মধ্যেই যুক্ত। এর মাধ্যমে ব্যবহারকারীরা নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন— এমনকি যাদের প্রোফাইলে ‘সিঙ্গেল’ স্ট্যাটাস নেই, তারাও এই ফিচার ব্যবহার করতে পারেন।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, তরুণদের মধ্যেও এই ফিচারের ব্যবহার দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্রে ১৮ থেকে ২৯ বছর বয়সী ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে প্রায় ১৭ লাখ ৭৭ হাজার। যদিও টিন্ডার বা বাম্বলের মতো জনপ্রিয়তায় এখনো পেছনে, তবুও আগ্রহ বাড়ছে স্পষ্টভাবে।

অ্যাপ বিশ্লেষণ প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্যে দেখা যায়, যুক্তরাষ্ট্রে টিন্ডারের সক্রিয় ব্যবহারকারী প্রায় ৭৩ লাখ, হিঞ্জের ৪৪ লাখ, বাম্বলের ৩৬ লাখ এবং গ্রাইন্ডারের ২২ লাখ। অন্যদিকে, মেটার তথ্য অনুযায়ী, গত এক বছরে ফেসবুক ডেটিংয়ে তরুণ ব্যবহারকারীদের দৈনিক কথোপকথন বেড়েছে প্রায় ২৪ শতাংশ।

ফেসবুক ডেটিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো— এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। হিঞ্জ বা টিন্ডারের মতো এখানে পছন্দের ম্যাচ আনলক করতে কোনো অর্থ খরচ করতে হয় না। তাই তরুণদের কাছে এর ‘ফ্রি ও স্বচ্ছ অভিজ্ঞতা’ দিন দিন আরও আকর্ষণীয় হয়ে উঠছে।

যদিও এটি এখনো মূলধারার ডেটিং অ্যাপগুলোর মতো জনপ্রিয় নয়, তবুও ব্যবহারকারীর দ্রুত বৃদ্ধি ও তরুণদের আগ্রহ ইঙ্গিত দিচ্ছে— অনলাইন প্রেম খোঁজার নতুন এক সম্ভাবনার নাম হতে পারে ফেসবুক ডেটিং।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর