[email protected] রবিবার, ২ নভেম্বর ২০২৫
১৮ কার্তিক ১৪৩২

হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা চালু

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫ ১২:৪৬ এএম

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এনেছে নতুন ‘পাসকি এনক্রিপশন’ সুবিধা।

এই ফিচারের মাধ্যমে এখন থেকে ব্যবহারকারীরা আর পাসওয়ার্ড মনে রাখার ঝামেলায় পড়বেন না। বরং স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা স্ক্রিন লক দিয়েই চ্যাট ব্যাকআপ নিরাপদ রাখা যাবে।

আগে ব্যাকআপ এনক্রিপশন চালু করতে ব্যবহারকারীদের হয় একটি পাসওয়ার্ড সেট করতে হতো, নয়তো ৬৪ সংখ্যার দীর্ঘ এনক্রিপশন কী সংরক্ষণ করতে হতো। ফলে ফোন হারালে বা নতুন ফোনে তথ্য স্থানান্তরের সময় অনেকেই সমস্যায় পড়তেন। এখন এই নতুন পাসকি ব্যবস্থা সেই জটিলতা দূর করবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ফোনে আগে থেকেই থাকা বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবস্থার সাহায্যে এখন ব্যাকআপ এনক্রিপশন চালু করা যাবে। এজন্য সেটিংস মেনুর Chats → Chat Backup → End-to-End Encrypted Backup অপশন থেকে ফিচারটি সক্রিয় করা সম্ভব।

 

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পাসকি এনক্রিপশন ব্যবহারের পর ব্যবহারকারীর চ্যাট, ছবি, ভয়েস নোট বা অন্য কোনো ব্যাকআপ তথ্য হোয়াটসঅ্যাপ, গুগল ড্রাইভ কিংবা আইক্লাউড—কেউই দেখতে পারবে না। সব ডেটা সম্পূর্ণভাবে ব্যবহারকারীর নিয়ন্ত্রণে থাকবে।

 

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই নিরাপত্তা ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর