সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশে নতুন সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে, যার মাধ্যমে বাতিল হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) অধীনে দায়ের করা সব মামলা বাতিল ঘোষণা করা হচ্ছে।
ফলে এ আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই দায়মুক্তি পাবেন এবং চলমান তদন্তও বন্ধ হবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর ৫০ ধারা সংশোধনের প্রস্তাব পাসসহ মোট ১১টি অধ্যাদেশ ও তিনটি প্রস্তাব অনুমোদন করা হয়।
সংশোধিত ধারায় ৫০-এর উপধারা (৪)-এর পর নতুন উপধারা (৪ক) যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, রহিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮–এর ধারা ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩১–এর অধীনে চলমান সব মামলা, তদন্ত ও কার্যক্রম বাতিল বলে গণ্য হবে। পাশাপাশি এসব ধারায় কোনো আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত দণ্ড ও জরিমানাও বাতিল হিসেবে বিবেচিত হবে।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন,
“২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে দায়ের হওয়া সব মামলা বাতিল করা হয়েছে। ফলে এ আইনে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কেউ আর দায় বহন করবেন না।”
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো সাইবার সুরক্ষা আইনকে ভারসাম্যপূর্ণ ও মানবাধিকারসম্মত করা, যাতে নাগরিক স্বাধীনতা বজায় রেখে অনলাইন অপরাধ দমন করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
এসআর
মন্তব্য করুন: