[email protected] রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

বাংলাদেশে প্রথমবার ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে আনছে বিটিসিএল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৯ এএম

বাংলাদেশে প্রথমবারের মতো ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ় তাইয়েব আহমেদ।

বিটিসিএলের উদ্যোগের আওতায় থাকবে—
১. BTCL MVNO (মোবাইল সিম)BTCL Alap IPphone অ্যাপ—যার মাধ্যমে নির্দিষ্ট শর্তে আনলিমিটেড ভয়েস কল।
২. BTCL জীপন (ISP সংযোগ)—যা দেবে আনলিমিটেড ডেটা।
৩. অপশনাল OTT প্ল্যাটফর্ম (Bongo/Chorki/Hoichoi)—যেখান থেকে ব্যবহারকারীরা পাবেন আনলিমিটেড বিনোদন। ভবিষ্যতে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমও যুক্ত হতে পারে।

ফাইজ় তাইয়েব আহমেদ জানান, সরকারি টেলিকম কোম্পানি বিটিসিএল এবার ভয়েস, ডেটা, ডিভাইস ও বিনোদন একসঙ্গে যুক্ত করে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করতে চায়।

তার ভাষায়, “আমরা চাই মানুষ সীমিত ভয়েস, সীমিত ডেটা ও সীমিত কনটেন্টের অচলাবস্থা থেকে বের হয়ে পূর্ণাঙ্গ ডিজিটাল সুবিধা ভোগ করুক। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর