বাংলাদেশে প্রথমবারের মতো ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ় তাইয়েব আহমেদ।
বিটিসিএলের উদ্যোগের আওতায় থাকবে—
১. BTCL MVNO (মোবাইল সিম) ও BTCL Alap IPphone অ্যাপ—যার মাধ্যমে নির্দিষ্ট শর্তে আনলিমিটেড ভয়েস কল।
২. BTCL জীপন (ISP সংযোগ)—যা দেবে আনলিমিটেড ডেটা।
৩. অপশনাল OTT প্ল্যাটফর্ম (Bongo/Chorki/Hoichoi)—যেখান থেকে ব্যবহারকারীরা পাবেন আনলিমিটেড বিনোদন। ভবিষ্যতে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমও যুক্ত হতে পারে।
ফাইজ় তাইয়েব আহমেদ জানান, সরকারি টেলিকম কোম্পানি বিটিসিএল এবার ভয়েস, ডেটা, ডিভাইস ও বিনোদন একসঙ্গে যুক্ত করে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করতে চায়।
তার ভাষায়, “আমরা চাই মানুষ সীমিত ভয়েস, সীমিত ডেটা ও সীমিত কনটেন্টের অচলাবস্থা থেকে বের হয়ে পূর্ণাঙ্গ ডিজিটাল সুবিধা ভোগ করুক।
এসআর
মন্তব্য করুন: