ইন্টারনেটের গতি বাড়ানো ও খরচ কমানোর লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
বুধবার (১৬ জুলাই) সকালে রাজধানীতে আয়োজিত ‘বায়োটিক ইলেকট্রনিক্স, এআই অ্যান্ড রোবোটিকস সামিটে’ বক্তব্য রাখতে গিয়ে তিনি এ তথ্য জানান।
ফয়েজ আহমদ বলেন,
“ইন্টারনেট খরচ সহনীয় করতে হবে। সেই সঙ্গে এর গতি ও মান উন্নয়নেও কাজ চলছে। পাশাপাশি ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন, জাতীয় এআই পলিসি ও ডেটা গভর্নেন্স অ্যাক্ট প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, যুগোপযোগী করা হচ্ছে টেলিযোগাযোগ ও আইসিটি আইন। পরিবর্তন আসবে বিদ্যমান টেলিকম পলিসিতে। গড়ে তোলা হবে ন্যাশনাল এপিআই হাব, আর ক্লাউড সক্ষমতা বৃদ্ধির দিকেও নজর দিচ্ছে সরকার।
সরকারি সেবা প্রসঙ্গে তিনি বলেন,
“বর্তমানে অনেক অফিসে অনলাইনে আবেদন করে পরে অফিস থেকে কপি নিতে হয়—এটাকে ডিজিটালাইজেশন বলা যায় না। এসব প্রক্রিয়া আরও সহজ ও সম্পূর্ণ অনলাইনভিত্তিক করার লক্ষ্যেই কাজ চলছে।”
সিটি করপোরেশনগুলোর ফ্রন্ট ডেস্ক কার্যক্রম আরও সক্রিয় করতে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
ফয়েজ আহমদ আশাবাদ ব্যক্ত করে বলেন,
“অন্তর্বর্তী সরকার এসব উদ্যোগের সূচনা করেছে। পরবর্তী সরকার এসব কার্যক্রম আরও জোরদারভাবে এগিয়ে নেবে।
এসআর
মন্তব্য করুন: