[email protected] বৃহঃস্পতিবার, ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

দাম কমল ব্রডব্যান্ড ইন্টারনেটের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুলাই ২০২৫ ১:১৯ এএম

প্রতীকি ছবি

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার মাসিক প্যাকেজে মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

সংগঠনটি জানিয়েছে, আগে যেই প্যাকেজের মূল্য ছিল ৭০০ টাকা, সেটি এখন ৫০০ টাকায় পাওয়া যাবে। আজ মঙ্গলবার (১ জুলাই) থেকেই এই নতুন মূল্য কার্যকর হবে বলে জানানো হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

আইএসপিএবি বলছে, বর্তমানে ৫ এমবিপিএস গতি সম্পন্ন কোনো প্যাকেজ আর দেওয়া হয় না। গড়পড়তা গ্রাহক এখন কমপক্ষে ১০ এমবিপিএস ব্যান্ডউইথ পাচ্ছেন। সেই বাস্তবতায় শুরু হচ্ছে ৫০০ টাকা থেকে ব্রডব্যান্ড প্যাকেজ।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, "আমরা চাই বাংলাদেশ ইন্টারনেট সেবায় আরও এগিয়ে যাক। সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল (SOF) এবং রাজস্ব ভাগাভাগি (Revenue Share) প্রত্যাহার করে, তাহলে ভবিষ্যতে গ্রাহকদের জন্য ব্রডব্যান্ডের সংজ্ঞা অনুযায়ী ২০ এমবিপিএস গতি নিশ্চিত করা সম্ভব হবে।"

তিনি আরও জানান, বেশিরভাগ গ্রাহক মাসিক বিলের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট দিতে চান না, যদিও এই ভ্যাট সরকার নির্ধারিত ও রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়।

আইএসপিএবি আশাবাদ ব্যক্ত করেছে, সরকারের সহযোগিতা ও গ্রাহকদের সচেতনতা বাড়লে দেশের ইন্টারনেট সেবা আরও সহজলভ্য ও উন্নত হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর