পুরোনো আইওএস সংস্করণে সমর্থন বন্ধ করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
ফলে ২০২৫ সালের ৫ মে থেকে আইওএস ১৫.১ বা তার আগের সংস্করণ চালিত আইফোনে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।
এই সিদ্ধান্তের ফলে আইফোন ৫এস, আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাস মডেলে হোয়াটসঅ্যাপ চালানো একেবারে বন্ধ হয়ে যাবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচার ও নিরাপত্তা আপডেট পুরোনো আইওএস সংস্করণে কাজ করে না।
আর অ্যাপল এই তিনটি মডেলের জন্য ২০১৬ সাল থেকেই সফটওয়্যার আপডেট বন্ধ করে দিয়েছে, ফলে অপারেটিং সিস্টেম হালনাগাদ করেও এই ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালু রাখা সম্ভব নয়।
বর্তমানে আইওএস ১৫.২ বা তার পরবর্তী সংস্করণে হোয়াটসঅ্যাপ নির্বিঘ্নে ব্যবহার করা যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এসআর
মন্তব্য করুন: