[email protected] বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

২০ মাসের মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৫ ১:২৩ এএম

ফাইল ছবি

দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমছে। গত বছরের জুন থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ১ কোটি ৩০ লাখেরও বেশি ব্যবহারকারী কমেছে।

জানুয়ারিতে সক্রিয় মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৬০ লাখ, যা ২০২৩ সালের মে মাসের পর সর্বনিম্ন।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুনে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছিল ১২ কোটি ৯২ লাখ।

অপারেটরগুলোর দাবি, ইন্টারনেট গ্রাহক কমার পেছনে মূল্যস্ফীতি ও সিমের ওপর কর বৃদ্ধির প্রভাব রয়েছে। বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, "মূল্যস্ফীতির কারণে মানুষ এখন মোবাইল ইন্টারনেট খরচ কমিয়ে দিয়েছে। আগে একাধিক সিম ব্যবহারের প্রবণতা থাকলেও খরচের চাপ বাড়ায় গ্রাহকরা এখন সেটি সীমিত করছে।"

তিনি আরও জানান, গত বাজেটে সিমের ওপর কর ৫০ টাকা বাড়িয়ে ৩০০ টাকা করা হয়। এতে ছোট অপারেটররা সিমে ভর্তুকি কমাতে বাধ্য হয়, ফলে নতুন সিম বিক্রি কমে গেছে। নতুন সিমের আকর্ষণীয় অফার কমে যাওয়ায় পুরোনো সিম নিষ্ক্রিয় হওয়ার প্রবণতা বেড়েছে।

শুধু মোবাইল ইন্টারনেটই নয়, জানুয়ারিতে সক্রিয় মোবাইল সংযোগের সংখ্যাও ২০ মাসের মধ্যে সর্বনিম্ন ১৮ কোটি ৬ লাখ ৫৯ হাজারে নেমে এসেছে, যেখানে গত বছরের জুনে এটি ছিল ১৯ কোটি ৬২ লাখ।

তবে, ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। জানুয়ারিতে ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা ১ কোটি ৪০ লাখে পৌঁছেছে, যা এক বছর আগে ছিল ১ কোটি ২৯ লাখ।

বিটিআরসির তথ্য অনুযায়ী, জানুয়ারি পর্যন্ত মোবাইল ও ব্রডব্যান্ড মিলিয়ে দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি, যা গত বছরের জুনে ছিল ১৪ কোটি ২২ লাখ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর