[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

ইজতেমা ময়দানে ১৪৪ ধারা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৫ ১:৩৬ এএম

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের ওপর জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান।

ড. নাজমুল করিম জানান, ইজতেমা ময়দানে শান্তি বজায় রাখতে সব পক্ষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, “উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশা করছি। সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।”

গত ১৮ ডিসেম্বর ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকায় সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। ওই সময় ইজতেমা মাঠে জনসমাগম, মিছিল-সমাবেশ, বা লাউডস্পিকারের ব্যবহার নিষিদ্ধ করা হয়।

অস্ত্রশস্ত্র বা অন্য কোনো বিপজ্জনক বস্তু বহন করাও নিষেধাজ্ঞার আওতায় ছিল।

টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের জেরে চারজন নিহত হন। এই ঘটনায় উত্তেজনা ছড়ালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়।

১৪৪ ধারা প্রত্যাহারের ফলে উভয় পক্ষের জন্য মাঠ ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। তবে পরিস্থিতি শান্ত রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে বলে জানা গেছে।

ইজতেমার ঐতিহ্য ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা প্রত্যাশা করছে সংশ্লিষ্ট প্রশাসন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর