[email protected] সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
১৩ মাঘ ১৪৩২

চ্যাটজিপিটিতে বয়স শনাক্তকরণ ফিচার আনছে ওপেনএআই

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ১২:০৩ পিএম

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই (OpenAI)

 তাদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে (ChatGPT) ব্যবহারকারীর বয়স অনুমান করার নতুন এক প্রযুক্তি বা 'এজ প্রেডিকশন' ফিচার চালু করছে। মূলত শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা জোরদার এবং সংবেদনশীল কনটেন্ট থেকে তাদের দূরে রাখতেই এই উদ্যোগ।


​ফিচারটির মূল কাজ ও লক্ষ্য
​ওপেনএআই জানিয়েছে, এই প্রযুক্তি বিশ্বব্যাপী ধাপে ধাপে কার্যকর করা হবে। এর প্রধান লক্ষ্য হলো ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
​স্বয়ংক্রিয় সুরক্ষা: যদি সিস্টেম অনুমান করে যে কোনো অ্যাকাউন্ট কিশোর ব্যবহারকারীর, তবে সেখানে স্বয়ংক্রিয়ভাবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা চালু হবে।


​কনটেন্ট নিয়ন্ত্রণ: সহিংসতা, যৌনতা বা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সংবেদনশীল কনটেন্ট কিশোরদের প্রোফাইলে সীমিত রাখা হবে।


​ভুল শনাক্তকরণ ও পরিচয় যাচাই
​ওপেনএআই স্বীকার করেছে যে, বয়স শনাক্তের এই পদ্ধতিটি শতভাগ নির্ভুল নাও হতে পারে। ফলে কোনো প্রাপ্তবয়স্ক ব্যবহারকারী ভুলবশত কিশোরদের মোডে পড়ে যেতে পারেন।


​এমন পরিস্থিতিতে পূর্ণ সুবিধা ফিরে পেতে ব্যবহারকারীকে 'পারসোনা' (Persona) নামক সেবার মাধ্যমে নিজের পরিচয় যাচাই করতে হবে।
​পরিচয় নিশ্চিত করতে ব্যবহারকারীকে একটি সেলফি জমা দিতে হতে পারে।


​ইউরোপে অগ্রাধিকার ও 'অ্যাডাল্ট মোড'
​অনলাইন নিরাপত্তা আইনের কড়াকড়ির কারণে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে এই ফিচারটি প্রথমে চালু হবে। এছাড়া ২০২৬ সালের প্রথম প্রান্তিকে চ্যাটজিপিটিতে 'অ্যাডাল্ট মোড' বা প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা অভিজ্ঞতা চালু করার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।


​বিজ্ঞাপন ও ক্রমবর্ধমান আয়
​নিরাপত্তা ফিচারের পাশাপাশি ওপেনএআই তাদের আয়ের দিকেও বিশেষ নজর দিচ্ছে।


​বিজ্ঞাপন: সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানো শুরু হয়েছে।


​আর্থিক প্রবৃদ্ধি: ২০২৫ সালে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় তিনগুণেরও বেশি।


​বর্তমানে চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় ৮০ কোটি। বিশাল এই ব্যবহারকারী গোষ্ঠীর জন্য বয়সভিত্তিক কনটেন্ট নিয়ন্ত্রণ করা ওপেনএআই-এর জন্য বড় একটি চ্যালেঞ্জ বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর