[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৭ পৌষ ১৪৩২

এআই ব্যবহারে স্যামসাংয়ের মুনাফা তিনগুণ হতে পারে

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৬ ৫:১৪ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে দক্ষিণ

কোরিয়ার শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস রেকর্ড আয়ের পথে এগোচ্ছে। ২০২৫ সালের শেষ তিন মাসে (অক্টোবর–ডিসেম্বর) কোম্পানিটির পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় তিন গুণে পৌঁছাতে পারে—এমন পূর্বাভাসই দিয়েছে স্যামসাং।
প্রতিষ্ঠানটির প্রকাশিত প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে স্যামসাংয়ের অপারেটিং প্রফিট প্রায় ২০ ট্রিলিয়ন ওনে পৌঁছাতে পারে। এক বছর আগে একই সময়ে এই অঙ্ক ছিল মাত্র ৬ দশমিক ৪৯ ট্রিলিয়ন ওন। এটি স্যামসাংয়ের ইতিহাসে সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফা হিসেবে বিবেচিত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এআই নির্ভর ডেটা সেন্টার, সার্ভার এবং উচ্চক্ষমতার কম্পিউটারের চাহিদা ব্যাপকভাবে বাড়ায় মেমোরি চিপের দাম দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে। এর ফলে স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর ব্যবসা উল্লেখযোগ্যভাবে লাভবান হয়েছে। বাজার গবেষণা সংস্থা ট্রেন্ডফোর্স জানিয়েছে, ২০২৫ সালের শেষ প্রান্তিকে কিছু ড্রাম চিপের চুক্তিভিত্তিক দাম আগের বছরের তুলনায় সর্বোচ্চ ৩১৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।
এই ইতিবাচক পূর্বাভাস শেয়ারবাজারেও প্রভাব ফেলেছে। বৃহস্পতিবার সকালের লেনদেনে স্যামসাংয়ের শেয়ারদরে সামান্য ঊর্ধ্বগতি দেখা যায় এবং তা নতুন উচ্চতায় পৌঁছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ারমূল্য বেড়েছে প্রায় দেড় গুণেরও বেশি।
তবে সব ব্যবসা খাতে একই রকম সুবিধা পাচ্ছে না স্যামসাং। বিশ্লেষকদের মতে, মেমোরি চিপের উচ্চমূল্যের কারণে স্মার্টফোন বিভাগে উৎপাদন ব্যয় বেড়েছে, যা লাভের মার্জিনে চাপ সৃষ্টি করতে পারে। প্রতিযোগিতামূলক বাজারে স্মার্টফোনের দাম বাড়ানোও সহজ নয়।
স্যামসাংয়ের সহ-প্রধান নির্বাহী টি এম রোহ জানিয়েছেন, মেমোরি চিপের দাম বৃদ্ধির প্রভাব পুরোপুরি এড়ানো সম্ভব নয়। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে পণ্যের মূল্য সমন্বয়ের বিষয়টি ভাবা হতে পারে।
বিশ্লেষকেরা আরও মনে করছেন, বিশ্বজুড়ে ডেটা সেন্টার ও এআই অবকাঠামোতে বিনিয়োগ বাড়তে থাকায় ২০২৬ সালেও মেমোরি চিপের সরবরাহে চাপ থাকতে পারে। এর ফলে স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর ব্যবসা আরও শক্ত ভিত পেতে পারে।
সবদিক বিবেচনায়, এআই প্রযুক্তির বিস্তার স্যামসাংয়ের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। যদিও মোবাইল ফোন ব্যবসায় কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবুও সামগ্রিকভাবে প্রতিষ্ঠানটির আয় ও মুনাফা বৃদ্ধির ধারা আগামী বছরেও অব্যাহত থাকবে বলে আশা করছেন বাজার বিশ্লেষকেরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর