[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

বছরে ৮০ কোটি ডিভাইস নিয়ে আসবে স্যামসাং

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬ ১০:০১ পিএম

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং চলতি বছরে তাদের

এআই সুবিধাসম্পন্ন ডিভাইসের সংখ্যা দ্বিগুণ করে ৮০ কোটি ইউনিট করতে চাচ্ছে। এটি হবে স্মার্টফোন, ট্যাবলেট, টিভি এবং গৃহস্থালি যন্ত্রপাতিতে। গত বছর পর্যন্ত স্যামসাংয়ের ৪০ কোটি ডিভাইসে জেমিনি-চালিত এআই সুবিধা ছিল। স্যামসাং এখন সব পণ্য ও সেবায় এআই অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়েছে। এ সিদ্ধান্ত গুগলের জন্যও সহায়ক, কারণ স্যামসাং তাদের জেমিনি এআই প্রযুক্তি ব্যবহার করছে। স্যামসাং স্মার্টফোন বাজারে আবার শীর্ষে ওঠার লক্ষ্য রাখছে এবং এআই সুবিধাকে মূল অস্ত্র হিসেবে দেখছে। অভ্যন্তরীণ জরিপে দেখা গেছে, স্যামসাংয়ের গ্যালাক্সি এআই ব্র্যান্ডের পরিচিতি ৩০% থেকে ৮০% পর্যন্ত বেড়েছে। বিশ্বব্যাপী মেমোরি চিপ সংকট থাকলেও স্যামসাং তা সেমিকন্ডাক্টর ব্যবসায় ইতিবাচক হিসেবে দেখছে। স্মার্টফোনে খরচ বেড়ে গেলেও তারা দাম বাড়ানোর সম্ভাবনা বিবেচনা করছে, তবে প্রভাব কমাতে অংশীদারদের সঙ্গে কাজ করছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর