[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

মোবাইল ফোন আমদানি ও যন্ত্রাংশে শুল্ক ছাড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৬ ৩:০৫ এএম

সংগৃহীত ছবি

বিদেশ থেকে মোবাইল ফোন আমদানি এবং দেশে মোবাইল ফোন উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে কাস্টমস ডিউটি উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। আগে যেখানে ২৫ শতাংশ শুল্ক দিতে হতো, এখন তা কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

শুল্ক কাঠামোয় এই পরিবর্তনের ফলে সরাসরি মোবাইল ফোন আমদানিতে মোট শুল্ক, অগ্রিম কর ও ভ্যাট মিলিয়ে করভার কমে দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৪৩ শতাংশে, যা আগে ছিল ৬১ দশমিক ৮০ শতাংশ।

এছাড়া দেশের মোবাইল ফোন সংযোজন বা অ্যাসেম্বল শিল্পকে উৎসাহিত করতে যন্ত্রাংশ আমদানিতেও ছাড় দেওয়া হয়েছে। প্রেস সচিব জানান, স্থানীয়ভাবে মোবাইল ফোন সংযোজনের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশের ওপর আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

 

সরকারের এই সিদ্ধান্তে মোবাইল ফোনের বাজারমূল্য কমার পাশাপাশি দেশীয় উৎপাদন ও সংযোজন শিল্প আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর