মহাকাশের কক্ষপথে ভাসমান একটি কারখানায় চলছে উৎপাদন কার্যক্রম—সেখানে তৈরি হচ্ছে অত্যাধুনিক উপকরণ, যা ভবিষ্যতে পৃথিবীতে এনে ব্যবহার করা হবে।
শুনতে যেন কল্পবিজ্ঞানের গল্প মনে হলেও বাস্তবে এই লক্ষ্যেই কাজ করছে যুক্তরাজ্যের কার্ডিফভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস ফোর্জ।
ব্রিটিশ গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি প্রতিষ্ঠানটি মাইক্রোওয়েভ ওভেনের সমান আকারের একটি ক্ষুদ্র কারখানা পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে। পরীক্ষামূলক এই ইউনিটে ইতোমধ্যে ফার্নেস চালু করে উৎপাদন প্রক্রিয়া যাচাই করা হচ্ছে।
স্পেস ফোর্জ মূলত মহাকাশে সেমিকন্ডাক্টর তৈরির উপযোগী উপাদান উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে। এসব উপাদান পরে পৃথিবীতে ফিরিয়ে এনে যোগাযোগ ব্যবস্থা, কম্পিউটিং প্রযুক্তি, পরিবহন খাতসহ আধুনিক ইলেকট্রনিক্স শিল্পে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সেমিকন্ডাক্টর তৈরির জন্য মহাকাশের পরিবেশ অত্যন্ত উপযোগী। ওজনশূন্য অবস্থায় পরমাণুগুলো আরও নিখুঁতভাবে বিন্যস্ত হয় এবং মহাশূন্যের কারণে উৎপাদনের সময় দূষণের ঝুঁকিও থাকে না। ফলে তৈরি হওয়া উপাদান হয় অধিক বিশুদ্ধ ও কার্যক্ষম।
স্পেস ফোর্জের প্রধান নির্বাহী কর্মকর্তা জশ ওয়েস্টার্ন জানিয়েছেন, মহাকাশে উৎপাদিত তাদের সেমিকন্ডাক্টর পৃথিবীতে তৈরি প্রচলিত সেমিকন্ডাক্টরের তুলনায় প্রায় চার হাজার গুণ বেশি বিশুদ্ধ হতে পারে। তার মতে, এই প্রযুক্তি ভবিষ্যতে ৫জি নেটওয়ার্ক, বৈদ্যুতিক গাড়ির চার্জিং ব্যবস্থা এবং আধুনিক উড়োজাহাজ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত বছরের গ্রীষ্মে স্পেসএক্সের একটি রকেটের মাধ্যমে পরীক্ষামূলক কারখানাটি মহাকাশে পাঠানো হয়। এরপর থেকে কার্ডিফে অবস্থিত মিশন কন্ট্রোল সেন্টার থেকে নিয়মিত এর কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, স্পেস ফোর্জের এই উদ্যোগ সফল হলে মহাকাশভিত্তিক শিল্প উৎপাদনের এক নতুন অধ্যায় শুরু হতে পারে, যা বৈশ্বিক প্রযুক্তি খাতে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবে।
এসআর
মন্তব্য করুন: