[email protected] বৃহঃস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

মেয়েদের ক্রিকেট

সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪ ৩:২৮ এএম

ফাইল ছবি

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছে নিউজিল্যান্ড।

২০০৯ ও ২০১০ বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল দলটি। এর মধ্যে দিয়ে টি-টুয়েন্টিতে নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেল মেয়েদের ক্রিকেট। ম্যাচে ৩২ রানের জয় পেয়েছে কিউই মেয়েরা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে টসে হেরে ব্যাটে নামে নিউজিল্যান্ড।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে কিউই মেয়েরা। জবাবে ৯ উইকেটে ১২৬ রানে যেতে পারে সাউথ আফ্রিকা। প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্নভাঙে প্রোটিয়া মেয়েদের।

ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ১৬ রানে প্রথম উইকেট হারায় তারা।

৭ বলে ৯ রান করে ফিরে যান ওপেনার জর্জিয়া প্লামা। চাপ সামাল দেন আরেক ওপেনার সুজি বেটস ও তিনে নামা অ্যামেলিয়া কের। দুজনের জুটিতে আসে ৩৭ রান।

৩১ বলে ৩২ রান করে সুজি আউট হলে ব্যাট নামেন অধিনায়ক সোফি ডিভাইন। তিনিও ব্যর্থ হয়ে সাজঘরের পথ ধরেন কেবল ৬ রান করে।

অন্যপ্রান্ত থেকে দেখেশুনে ব্যাট চালাতে থাকেন অ্যামেলিয়া কের। তার ৩৮ বলে ৪৩ রানের সঙ্গে ম্যাডি গ্রিনের ৬ বলে ১২ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রানের সংগ্রহ দাড় করায় কিউই মেয়েরা।

সাউথ আফ্রিকার হয়ে ৪ ওভার হাত ঘুরিয়ে ৩১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন ননকুলেকো ম্লাবা। আয়বোঙ্গা খাকা, ক্লো ট্রায়ন ও নাদিন ডি ক্লার্ক নেন একটি করে উইকেট।

লক্ষ্যে নেমে শুরুটা দারুণ করে প্রোটিয়া মেয়েরা। দুই ওপেনার লরা ওলভার্ড ও তাজমিন ব্রিটসের জুটিতে আসে ৫১ রান। প্রথম উইকেট হারানোর পর ছন্দপতন হয় সাউথ আফ্রিকার।

১৮ বলে ১৭ রান করা তাজমিনের প্রথম উইকেটটি তুলে নেন কিউই স্পিনার ফ্রান জোনাস।

এরপর ২৭ বলে ৩৩ রান করে অধিনায়ক লরা ওলভার্ড আউট হলে একের পর এক উইকেট হারাতে থাকে প্রোটিয়াবাহিনী। শেষপর্যন্ত ৯ উইকেট হারিয়ে কেবল ১২৬ রানে যেতে পারে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর