[email protected] বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২

৯ কোটি ২০ লাখ রুপিতে কেকেআরে মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫ ১:২৬ এএম

ফাইল ছবি

আইপিএল ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ দামে দল পেলেন মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের বাঁ-হাতি এই পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

বিডে মুস্তাফিজের নাম উঠতেই ২ কোটি রুপিতে আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস।

গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন তিনি, তাই তাকে দলে ফেরাতে বেশ মরিয়া ছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে শুরু থেকেই শক্ত অবস্থান নেয় কেকেআর।

চেন্নাই ও কলকাতার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্রুত বাড়তে থাকে মুস্তাফিজের দাম।

এক পর্যায়ে দিল্লি ক্যাপিটালসও বিডে যোগ দেয়, কিন্তু দাম ৪ কোটির বেশি উঠতেই তারা সরে যায়। শেষ পর্যন্ত চেন্নাইকে টপকে রেকর্ড দামে মুস্তাফিজকে দলে ভেড়ায় কেকেআর।

এটি আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য।

এর আগে বাংলাদেশের কোনো খেলোয়াড় এত দামে আইপিএলে দল পাননি।

২০১৬ সালে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজের।

প্রথম মৌসুমেই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি এবং ‘উদীয়মান খেলোয়াড়’ নির্বাচিত হন।

আট মৌসুমের আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি পেসার।

হায়দরাবাদের পর রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। এবার প্রথমবারের মতো খেলবেন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে।

এর আগে কেকেআরের হয়ে খেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। সাকিব আল হাসান কেকেআরের হয়ে আইপিএল শিরোপাও জিতেছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর