[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির আচরণে ক্ষুব্ধ তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ৮:৫৮ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হলেও মাঠের খেলার চেয়ে আলোচনায় উঠে এসেছে মাঠের বাইরের অস্থিরতা ও অনিশ্চয়তা।

বিসিবির সর্বশেষ নির্বাচনের পর অনিয়মের অভিযোগ তুলে ঢাকার শীর্ষ আটটি ক্লাব লিগ বর্জনের ঘোষণা দেওয়ায় শুরু থেকেই প্রশ্নের মুখে পড়েছে এই প্রতিযোগিতা। ২০ দলের অংশগ্রহণে লিগ শুরুর দিনে মাঠে গড়িয়েছে মাত্র একটি ম্যাচ।

এ অবস্থার প্রতিবাদ জানাতে শনিবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গিয়ে স্মারকলিপি প্রদান করেন। পাশাপাশি লিগে সব ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত করা এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট দিকনির্দেশনার দাবিতে বিসিবি কার্যালয়ের সামনে মানববন্ধনও করেন তারা।

এই ঘটনার প্রেক্ষাপটে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তামিম বলেন, বিসিবির সবচেয়ে বড় অংশীদার ক্রিকেটাররা হলেও তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করা হয়নি।

তামিম লেখেন, বিভিন্ন বিভাগের বহু ক্রিকেটার তাদের যৌক্তিক দাবি জানাতে বিসিবিতে গিয়েছিলেন, যা সম্পূর্ণভাবে তাদের অধিকার। কিন্তু বাস্তবে অনেক ক্রিকেটারকে বিসিবির গেটের বাইরে আটকে রাখা হয়। পরবর্তীতে একটি ছোট প্রতিনিধি দলকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হলেও বাকি ক্রিকেটারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক।

একজন ক্রিকেটার হিসেবে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তামিম আরও বলেন, ক্রিকেটারদের কথা শোনা এবং তাদের মর্যাদা রক্ষা করা যে কোনো ক্রিকেট বোর্ডের ন্যূনতম দায়িত্ব হওয়া উচিত।

উল্লেখ্য, বর্তমান বিসিবি কমিটির অধীনে কোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে মোট ৪৫টি ক্লাব। এর মধ্যে প্রথম বিভাগ লিগের আটটি ক্লাব থাকায় সূচি প্রকাশের পরও লিগের ভবিষ্যৎ বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর