মহান বিজয় দিবস উপলক্ষে জেলা ক্রীড়া অফিস, ঢাকার বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় ধামরাই উপজেলা পরিষদ প্রাঙ্গণ সংলগ্ন পুকুরে বালক ও বালিকাদের অংশগ্রহণে আন্তঃস্কুল সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা ক্রীড়া অফিস, ঢাকার বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় ধামরাই উপজেলা পরিষদ প
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় আয়োজিত এই প্রতিযোগিতায় ধামরাই ও সাভার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬০ জন বালক ও বালিকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোঃ রেজাউল করিম, জেলা প্রশাসক, ঢাকা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তৃণমূল পর্যায় থেকে নিয়মিত খেলাধুলার মাধ্যমে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি হলে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশ গৌরব অর্জন করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব খান সালমান হাবীব। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ ও সুশৃঙ্খল জীবনধারায় উদ্বুদ্ধ করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার, ঢাকা—জনাব সুমন কুমার মিত্র। তিনি বলেন, মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে এ ধরনের ক্রীড়া কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে উন্নীত করাই আমাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও জানান, এই সাঁতার প্রতিযোগিতা থেকে বাছাইকৃত প্রতিভাবান ৩০ জন খেলোয়াড়কে নিয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে। প্রশিক্ষণ শেষে নির্বাচিত খেলোয়াড়রা ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে জাতীয় পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে নতুন নতুন সাঁতারু তৈরি হয়ে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখবে।
এসআর
মন্তব্য করুন: