বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর মাঠে
গড়াতে যাচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে নতুন নাম ও মালিকানায় প্রতিযোগিতায় নামছে সিলেট টাইটান্স। নিলামের মাধ্যমে দল গঠন শেষ করলেও স্কোয়াড আরও শক্তিশালী করতে বিদেশি ক্রিকেটার যুক্ত করার সুযোগ কাজে লাগিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সেই ধারাবাহিকতায় এবার দলে ভিড়িয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলি।
নিলামের পর একে একে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়কে দলে নিয়েছে সিলেট। সর্বশেষ সংযোজন মঈন আলি, যিনি এর আগে বিপিএলের চারটি মৌসুমে দুটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। ২০২৪ সাল পর্যন্ত টানা তিন আসরে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিনিধিত্ব করেন এবং এর মধ্যে দুইবার শিরোপা জয়ের স্বাদ পান। এবারই প্রথমবারের মতো সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাবে এই তারকা অলরাউন্ডারকে।
এর আগে ইংল্যান্ডের তরুণ ও আনক্যাপড ক্রিকেটার ইথান ব্রুকসকে দলে নেয় সিলেট টাইটান্স। সাম্প্রতিক ভাইটালিটি ব্লাস্টে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নজর কাড়েন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। ১৪ ম্যাচে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি অলরাউন্ড দক্ষতাও দেখিয়েছেন তিনি।
ভাইটালিটি ব্লাস্টের সর্বশেষ আসরে ব্রুকস প্রায় ১৬৭ স্ট্রাইকরেটে ব্যাটিং করে ৫৭টি বাউন্ডারির সাহায্যে ৩৮০ রান সংগ্রহ করেন। তিনটি অর্ধশতক হাঁকানো এই ক্রিকেটার টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৮ ম্যাচে ১৮ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৬৯৫ রান। ডানহাতি মিডিয়াম পেসার ও আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে সিলেটের মিডল অর্ডারে ভারসাম্য ও গভীরতা বাড়াবেন তিনি।
মঈন আলি ও ইথান ব্রুকসের অন্তর্ভুক্তিতে ব্যাটিং শক্তি, পাওয়ার হিটিং এবং বোলিং বিকল্প—সব দিক থেকেই সিলেট টাইটান্স আরও সমৃদ্ধ হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এক নজরে সিলেট টাইটান্সের স্কোয়াড:
পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আফিফ হোসেন, এবাদত হোসেন, রনি তালুকদার, জাকির হাসান, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, রাহাতুল ফেরদৌস জাভেদ, তৌফিক খান তুষার, মুমিনুল হক, অ্যাঞ্জেলো ম্যাথিউস, অ্যারন জোন্স, ইথান ব্রুকস, আজমতউল্লাহ ওমরজাই, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, সাইম আইয়ুব ও মঈন আলি।
এসআর
মন্তব্য করুন: