[email protected] শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২

ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট জমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ৮:২৫ পিএম

সংগৃহীত ছবি

ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে গুলশান থানা পুলিশ।

নারীর প্রতি নির্যাতন ও দমন আইন ২০০০ (সংশোধিত)–এর ৯(১) ধারায় চার্জশিটটি জমা দেওয়া হয়েছে।

তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। তিনি বলেন, “তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চার্জশিট দাখিল করা হয়েছে। সাক্ষীরা আদালতে এসে ঘটনার বিষয়ে বক্তব্য দেবেন।”

প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার জানান, মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন চার্জশিটটি আনুষ্ঠানিকভাবে আদালতে উপস্থাপন করা হবে।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে তোফায়েল অভিযোগকারী নারীকে একাধিকবার যৌন নির্যাতন করেছেন—এমন অভিযোগ তদন্তে উঠে এসেছে। নথিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর বন্ধুত্বের সূত্র ধরে তোফায়েল বিয়ের প্রতিশ্রুতি দেন।

অভিযোগে আরও বলা হয়েছে, ৩১ জানুয়ারি গুলশানের একটি হোটেলে প্রথমবার তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয় বলে দাবি করেন ওই নারী। পরবর্তী সময়েও একই ধরনের ঘটনার অভিযোগ করেছেন তিনি। ভুক্তভোগী ১ আগস্ট গুলশান থানায় মামলা দায়ের করেন।

মামলা হওয়ার পর তোফায়েল ২৪ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। তবে জামিনের মেয়াদ শেষে তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেননি বলে আদালত সূত্র জানিয়েছে। অভিযোগকারী নারী বলেন, “বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে সম্পর্ক করেছেন। পরিবারকে জানালেও কোনো সমাধান পাইনি।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর