[email protected] শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২

সিরিজের সর্বোচ্চ সংগ্রহ গড়েও জয়ের দেখা পেল না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫ ৯:০২ পিএম

সংগৃহীত ছবি

কক্সবাজার একাডেমি মাঠে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তুলেও জয় থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

১২৬ রানের লক্ষ্য তাড়া করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল জয় পায় ৬ উইকেটে, আর তাতেই পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা ফেরে।

টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রানের লড়াকু সংগ্রহ গড়ে বাংলাদেশ—যা এই সিরিজে তাদের সর্বোচ্চ দলীয় রান। আগের তিন ম্যাচের তুলনায় ব্যাটারদের ব্যর্থতা কাটিয়ে ওঠার ইঙ্গিত মিললেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহের পথ রুদ্ধ হয়।

বাংলাদেশের হয়ে তিন নম্বরে নেমে সর্বোচ্চ ৩৫ রান করেন জান্নাত। তার ৩৪ বলে গড়া ইনিংস ছিল দলের ভরসা। মাইমুনা নাহার ২৪ এবং সুমাইয়া আক্তার সুবর্ণা করেন ২০ রান।
পাকিস্তানের হয়ে রোজিনা আকরাম ও মেমুনা খালিদ ২টি করে উইকেট নিয়ে বাংলাদেশের রানের গতি নিয়ন্ত্রণে রাখেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন পাকিস্তানের ফিজা ফিয়াজ। ৫টি চার ও ৩টি ছক্কায় ৩৫ বলে অপরাজিত ৫২ রান করে বাংলাদেশি বোলারদের উপর আধিপত্য দেখান তিনি। তার সঙ্গে অধিনায়ক ইমা নাসির অপরাজিত ৪২ রান করে জয়ের কাজটি সহজ করে তোলেন। দুজনের মধ্যে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি বাংলাদেশের শেষ ভরসাটুকুও নিভিয়ে দেয়।

সিরিজে এখন ২-২ সমতা। একই মাঠে শুক্রবার অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি—যেখানে নির্ধারিত হবে কার হাতে উঠবে সিরিজের শিরোপা। ম্যাচটি তাই হতে যাচ্ছে উত্তেজনায় ভরপুর এক ফাইনালের সমান লড়াই।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর