ইংল্যান্ডের বিপক্ষে চলতি অ্যাশেজ সিরিজে একাধিক ইনজুরির ধাক্কা
নিয়েও দারুণ শুরু করেছে অস্ট্রেলিয়া। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সসহ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া দুইটি টেস্টেই জয় তুলে নেওয়ার পর তৃতীয় ম্যাচের আগে বড় প্রাপ্তি—সম্পূর্ণ ফিট হয়ে স্কোয়াডে ফিরেছেন অধিনায়ক কামিন্স।
১৭ ডিসেম্বর অ্যাডিলেডে তৃতীয় টেস্ট
আসন্ন ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় টেস্টকে সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আগের দলের তুলনায় নতুন সংযোজন মাত্র একজন—প্যাট কামিন্স। মেরুদণ্ডে চোট পাওয়ার পর জুলাই থেকে মাঠের বাইরে ছিলেন তিনি এবং এর ফলে অ্যাশেজের প্রথম দুই টেস্ট মিস করেন। দ্বিতীয় টেস্টে ফেরার সম্ভাবনা থাকলেও শেষমেশ তা সম্ভব হয়নি।
অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেনডান ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসের, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল্ড ও ব্যু ওয়েবস্টার।
কোচের মন্তব্য: ‘‘সম্পূর্ণ প্রস্তুত কামিন্স’’
অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানান, কামিন্সকে প্রত্যাশিত ফিটনেস পর্যায়ে পাওয়া গেছে। তিনি বলেন,
‘‘নেটে তার প্রস্তুতি দেখে মনে হয়েছে অ্যাডিলেডের চ্যালেঞ্জের জন্য সে পুরোপুরি প্রস্তুত। নতুন কোনো সমস্যা দেখা না দিলে আমরা আশা করছি টসে তিনিই ব্লেজার পরে মাঠে নামবেন।’’
খাজাকেও দেখা যেতে পারে ভিন্ন ভূমিকায়
উসমান খাজার পিঠের ইনজুরি প্রসঙ্গে কোচ বলেন, তিনি যথেষ্ট উন্নতি করেছেন এবং তৃতীয় টেস্টে খেলার মতো অবস্থায় আছেন। কোচ আরও ইঙ্গিত দেন যে, শুধু ওপেনিং নয়—প্রয়োজনে খাজাকে অন্য পজিশনেও খেলানো হতে পারে।
একাদশে সম্ভাব্য পরিবর্তন
জয়ী কম্বিনেশনে পরিবর্তন আনলে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে কিছুটা চাপ তৈরি হতে পারে। তবে বোলিং আক্রমণে রদবদল প্রায় নিশ্চিত। কামিন্স ও অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন একাদশে ফিরলে স্কট বোল্যান্ড, মাইকেল নেসের ও ব্রেনডান ডগেটের মধ্যে দুজনকে বাইরে বসতে হতে পারে। যদিও স্টার্কের অসাধারণ ফর্ম তাদের কাজ অনেকটাই সহজ করেছে।
ইনজুরিতে দুই দলেরই ধাক্কা
অস্ট্রেলিয়া আগের দিনই পেয়েছে আরেকটি খারাপ খবর—পেসার জশ হ্যাজলউডের অ্যাশেজ শেষ হয়েছে পায়ের ইনজুরির কারণে। তবে প্রধান কোচ মনে করেন, তিনি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ফিরে আসতে পারবেন।
ইংল্যান্ড শিবিরেও ধাক্কা লেগেছে—চোট কাটিয়ে ফিরে আসা মার্ক উড ফের হাঁটুর ইনজুরিতে ছিটকে গেছেন। তার জায়গায় ডাক পেয়েছেন ম্যাথু ফিশার।
এসআর
মন্তব্য করুন: