[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

লাতিন বাংলা সুপার কাপ

আর্জেন্টাইন খেলোয়াড়কে লাথি: রেদোয়ান নিয়ে তীব্র বিতর্ক, ম্যাচ ১-১ গোলে ড্র

এম. এ. রনী

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ৪:৪১ পিএম

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের কাছে ৪–০ গোলে হেরেছিল রেড এন্ড গ্রিন ফিউচার স্টার্স। দ্বিতীয় ম্যাচে ড্র করলেও বিতর্কিত ঘটনার কারণে আলোচনার কেন্দ্রবিন্দু এখন তরুণ ডিফেন্ডার ইহসান হাবিব রেদোয়ান।

আর্জেন্টাইন ফুটবলারকে লাথি—ভিডিও ভাইরাল; পরিচয় মিলল সেই বাংলাদেশি ফুটবলারের

লাতিন–বাংলা সুপার কাপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী অ্যাথলেটিকো চার্লোনের বিপক্ষে ১–১ গোলে ড্র করেছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রেড এন্ড গ্রিন ফিউচার স্টার্স। সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ ছিল টানটান উত্তেজনায় ভরপুর। ম্যাচের এক পর্যায়ে দুই দলের খেলোয়াড়দের মাঝে উত্তেজনা বাড়তে বাড়তে হাতাহাতির ঘটনাও ঘটে। ফলে রেফারি শেষ পর্যন্ত উভয় দলের একজন করে খেলোয়াড়কে লাল কার্ড দেখাতে বাধ্য হন।

এদিকে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, বাংলাদেশের ৩ নম্বর জার্সিধারী এক ডিফেন্ডার ইচ্ছাকৃতভাবে অ্যাথলেটিকো চার্লোনের এক খেলোয়াড়কে লাথি মারছেন। শুধু তাই নয়, পেছন থেকে আরেক আর্জেন্টাইন ফুটবলারের মাথায় আঘাত করার দৃশ্যও ধরা পড়ে ভিডিওতে। ফলে বিষয়টি রাতারাতি নেটদুনিয়ায় তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ৩ নম্বর জার্সিধারী ওই বাংলাদেশি ফুটবলার হলেন রেড এন্ড গ্রিন ফিউচার স্টার্সের ডিফেন্ডার ইহসান হাবিব রেদোয়ান। তিনি পূর্বে বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপে অংশগ্রহণ করেছিলেন। উল্লেখযোগ্যভাবে, চলতি বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন এই তরুণ ডিফেন্ডার। ওই টুর্নামেন্টে পাকিস্তানকে ২–০ গোলে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে উঠেছিল বাংলাদেশের যুবারা। মাঠের পারফরম্যান্সে প্রশংসা পাওয়া রেদোয়ান এবার বিতর্কিত ঘটনার জেরেও আলোচনায় এলেন।

মাঠের লড়াইয়ে উত্তেজনা–রোমাঞ্চ ছিল। দিনের ম্যাচে স্বাগতিকরা শুরু থেকেই আগ্রাসী ছন্দে মাঠে নামে। খেলার পঞ্চম মিনিটেই মাসুদ রানার গোল বাংলাদেশকে এগিয়ে নেয় ১–০ ব্যবধানে। লিড শোধে মরিয়া হয়ে ওঠে অ্যাথলেটিকো চার্লোন। তবে উল্টো ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগও তৈরি করেছিল রেড এন্ড গ্রিন। মানিকের একটি গোল অফসাইডের কারণে বাতিল না হলে প্রথমার্ধেই লিড বাড়তে পারত।

বিরতির পর আর্জেন্টাইন ক্লাব চাপ বাড়াতে থাকে। ম্যাচের ৫০তম মিনিটে ফ্রি–কিক থেকে দুর্দান্ত এক শটে অ্যালান সারমিয়েস্তা দলকে সমতায় ফেরান। বাকি সময়ে দুই দলই সুযোগ সৃষ্টি করলেও কেউ আর জালের দেখা পায়নি। ফলে ম্যাচটি ১–১ ড্রয়ে শেষ হয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর