আসন্ন আইপিএল ২০২৬ মিনি নিলাম ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব
আমিরাতে অনুষ্ঠিত হবে। নিলামে ৭৭টি স্লট, যার মধ্যে বিদেশিদের জন্য ৩১টি স্লট রাখা হয়েছে।
এবারের নিলামে ১৩৫৫ জন ক্রিকেটার নাম লিখেছেন, ১৪টি দেশ থেকে। ২ কোটি টাকার মূল্যে ৪৫ জন ক্রিকেটার রয়েছেন, যার মধ্যে ৪৩ জন বিদেশি।
উল্লেখযোগ্য বিদেশি ক্রিকেটার: ক্যামেরন গ্রিন, মুস্তাফিজুর রহমান, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মাথিসা পাথিরানা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি।
কলকাতা নাইট রাইডার্সের হাতে ৬৪.৩ কোটি রুপি থাকায় তারা ক্যামেরন গ্রিন কেনার দৌড়ে এগিয়ে।
নতুন নিয়ম: বিদেশিদের সর্বোচ্চ মিনি নিলাম মূল্য ১৮ কোটি টাকা, যা রিটেনশন মূল্যের থেকে বেশি হবে না। যদি কোনও বিদেশির দাম ১৮ কোটি টাকার বেশি ওঠে, তাহলে অতিরিক্ত অর্থ বিসিসিআই খেলোয়াড় উন্নয়নে ব্যবহার করবে।
পূর্বের উদাহরণ: মিচেল স্টার্ক ২৪.৭৫ কোটি ও প্যাট কামিন্স ২০.৫ কোটি টাকায় কেনা হয়েছিল ২০২৩ সালের মিনি নিলামে।
এসআর
মন্তব্য করুন: