বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টারস দলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এএফবি লাতিন বাংলা সুপার কাপের যাত্রা শুরু করলো ব্রাজিলের সাও বার্নার্দো ফুটবল ক্লাব। শুক্রবার রাতে ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধে দুই গোল এবং দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে দাপুটে জয় নিশ্চিত করে অতিথিরা।
ম্যাচের শুরুতে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ৫ মিনিটেই বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টারস গোলের সম্ভাবনা তৈরি করলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর ব্রাজিলিয়ান আক্রমণ ঠেকাতে সফল হয় বাংলাদেশের রক্ষণভাগ। ৯ মিনিটে গোলরক্ষক আলিফ রহমান একক প্রচেষ্টায় রুখে দেন সাও বার্নার্দোর নিশ্চিত গোল।
১৯ মিনিটে কর্নার থেকে হেড ক্রসবারের উপর দিয়ে যায়। ২৫ মিনিটেও আলিফ রহমান দুর্দান্ত সেভে স্বাগতিক শিবিরকে রক্ষা করেন। তবে ২৮ মিনিটে আর রক্ষা হয়নি। গুস্তাভোর পাস থেকে সহজেই বল জালে জড়ান মুরিও—ব্রাজিলের লিড ১-০।
মিনিট তিনেক পর ম্যাচে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল ফিউচার স্টারস। তবে একা গোলরক্ষককে পেয়েও শট না নিয়ে সুযোগ নষ্ট করেন মানিক। উল্টো ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সাও বার্নার্দো।
৩৬ মিনিটে বীতশোক চাকমার বাম প্রান্ত থেকে দুরন্ত ব্যক্তিগত নৈপুণ্যও স্বাগতিক শিবিরে গোল এনে দিতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ব্রাজিলিয়ানরা।
বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় সাও বার্নার্দো। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ভিয়ানা—স্কোর ৩-০। ৬৫ মিনিটে ডান দিক থেকে দারুণ দক্ষতায় ডিফেন্স ও গোলরক্ষককে ছক্কা বানিয়ে বল জালে পাঠান ভিথিনো—ফলাফল ৪-০।
ব্যবধান কমানোর দুটি বড় সুযোগ সৃষ্টি করেছিল বাংলাদেশও। ৭৪ মিনিটে বীতশোকের হেড ক্রসবারের উপর দিয়ে যায়। ৮৩ মিনিটে রিফাত কাজীর শট পোস্টে লেগে ফিরে আসে—দর্ভাগ্য পিছু ছাড়েনি দলকে।
শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সাও বার্নার্দো ফুটবল ক্লাব।
এসআর
মন্তব্য করুন: