[email protected] শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২

টাকা না পেলে ম্যাচের মাঝেই বলবয়রা উঠে যাওয়ার হুমকি

অব্যবস্থাপনা আর বিশৃঙ্খলায় ভরা লাতিন বাংলা সুপার কাপ

এম. এ. রনী

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫ ৭:২৫ পিএম

লাতিন বাংলা সুপার কাপকে ঘিরে শুরু থেকেই চলে এসেছে বড়সড় প্রচারণা। আয়োজকদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। তবে বাস্তবে মাঠের আয়োজন দেখে মনে হয়েছে—বাংলায় প্রচলিত একটি প্রবাদই যেন সত্যি হয়ে দাঁড়ালো, “যতটা গর্জায়, ততটা বর্ষায় না”। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই আয়োজনে নেমে আসে বিশৃঙ্খলা, যা ফুটে ওঠে প্রায় প্রতিটি ক্ষেত্রে। টিকিট-বলবয়-পরিচালনা—কোথাও নেই শৃঙ্খলা।

খেলা শুরু হওয়ার আগেই দেখা যায় টিকিট ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা। ম্যাচ পরিচালনার তত্ত্বাবধানেও ছিল নানা ত্রুটি। মাঠে বলবয়দের অবস্থান নিশ্চিত না হওয়া ছিল সবচেয়ে বড় অব্যবস্থাপনার একটি উদাহরণ। যেখানে স্থানীয় ছোট টুর্নামেন্টেও খেলা শুরুর এক ঘণ্টা আগে বলবয়রা প্রস্তুত থাকে, সেখানে এই আন্তর্জাতিক দাবিদার টুর্নামেন্ট শুরু হওয়ার ৫ মিনিট আগেও সিদ্ধান্ত হয়নি মাঠে আদৌ বলবয় থাকবে কি না!

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অধীনে সাধারণত প্রতিটি ম্যাচেই বলবয় দেওয়া হয়। দীর্ঘদিন ধরে মিডিয়া বক্সের দায়িত্বে থাকা রহমান এই ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। কিন্তু এত বড় আয়োজনে আয়োজকদের যখন শেষ মুহূর্তেও বিষয়টি নিশ্চিত না করতে দেখা গেল—সেটি সত্যিই হতাশাজনক।

প্রেস কার্ডে ফটোকপি, ইন্টারনেটহীন প্রেস বক্স—ক্ষোভ সাংবাদিকদের। সাংবাদিকদের জন্য নেওয়া হয় সব তথ্য, অথচ হাতে ধরিয়ে দেওয়া হয় ফটোকপি পেপারের নিম্নমানের প্রেস কার্ড। সবচেয়ে বড় সমস্যা দেখা গেছে প্রেস বক্সে— ইন্টারনেট ছিল না। সবচেয়ে বড় অবস্থাপনা ছিল খেলোয়ার লিস্ট এর জায়গায়। খেলার ত্রিশ মিনিট পর প্রেস বক্সে আসে খেলোয়ার লিস্ট।

বর্তমান সময়ে মাঠের খবর পাঠানো থেকে শুরু করে লাইভ আপডেট—সবকিছুই নির্ভর করে ইন্টারনেটের ওপর। অথচ সাংবাদিকরা কাজ করছিলেন এমন অবস্থায়, যেন উত্তর কোরিয়ার মতো বিচ্ছিন্ন পরিবেশে রয়েছেন! এতে সমালোচনা আরও বেড়ে যায় আয়োজকদের বিরুদ্ধে।

উদ্বোধনী ম্যাচেই বড় ঘাটতি। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে। এত গুরুত্বপূর্ণ ম্যাচেও জাতীয় সংগীত বাজানো হয়নি, যা আন্তর্জাতিক ক্রীড়া আচরণবিধির একটি গুরুত্বপূর্ণ অংশ। ফলে সমালোচনা চরমে ওঠে। 

টুর্নামেন্টটিকে নিয়ে যতটা গর্জন ছিল প্রচারণায়। মাঠে নামার আগেই তার উৎকণ্ঠা দেখা দিয়েছে আয়োজনের ব্যর্থতায়। স্বপ্নের টুর্নামেন্ট বাস্তবে পরিণত হয়েছে বিশৃঙ্খলার উদাহরণে। দর্শক–সাংবাদিক–ফুটবলপ্রেমীদের প্রত্যাশা ভেঙে দিয়ে লাতিন বাংলা সুপার কাপ এখন সমালোচনার কেন্দ্রে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর