আগামী শুক্রবার, ৫ ডিসেম্বর, ওয়াশিংটন ডিসির জন এফ.
কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। শুধু দল বাছাইয়ের আনুষ্ঠানিকতাই নয়—বরং দর্শকদের জন্য সাজানো হয়েছে চমকপ্রদ বিনোদনের আয়োজন। বিশ্বের কোটি কোটি ফুটবলভক্তদের মাতিয়ে রাখতে মঞ্চে হাজির হবেন শোবিজ অঙ্গনের নামকরা তারকারা।
ড্র শোটি যৌথভাবে সঞ্চালনা করবেন সুপারমডেল ও এমি অ্যাওয়ার্ডজয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হাইডি ক্লুম, সঙ্গে থাকবেন জনপ্রিয় আমেরিকান কমেডিয়ান কেভিন হার্ট। তাদের সঙ্গে মঞ্চে আরও যোগ দিচ্ছেন অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজ, যিনি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করবেন।
হাইডি ক্লুম এর আগে ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের ড্রয়েও অংশ নিয়েছিলেন। দুই দশক পর আবারও একই দায়িত্ব পেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। তার মতে, বিশ্বকাপ এমন এক আয়োজন যা বিশ্বের মানুষকে একত্রিত করতে পারে, আর ৪৮ দল ও তিন আয়োজক দেশের এই বিশেষ মুহূর্তের অংশ হতে পারা তার জন্য ভীষণ গর্বের।
সন্ধ্যার শোতে থাকছে দারুণ কিছু লাইভ পারফরম্যান্সও। কিংবদন্তি অপেরা গায়ক আন্দ্রে বোসেল্লি পরিবেশন করবেন তার ধ্রুপদী সুরের গান। তার সঙ্গে সুরের সাম্রাজ্য জমিয়ে তুলবেন ইংল্যান্ডের জনপ্রিয় শিল্পী রবি উইলিয়ামস। পাশাপাশি মঞ্চে উঠবেন মার্কিন গায়িকা ও পুরস্কারপ্রাপ্ত তারকা নিকোল শেরজিঙ্গার।
ড্র অনুষ্ঠান শেষে থাকবে আরও একটি চমক—পপ ব্যান্ড ভিলেজ পিপল পরিবেশন করবে তাদের কালজয়ী গান ‘Y.M.C.A.’।
বিনোদনশিল্পীদের তালিকা নিশ্চিত হলেও ড্র প্রক্রিয়ায় কারা অংশ নেবেন তা পরে ঘোষণা করা হবে। পুরো অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ফিফার অফিসিয়াল ওয়েবসাইট ও বিশ্বকাপের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।
এসআর
মন্তব্য করুন: