কক্সবাজারে আসন্ন পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী ক্রিকেট দলের ব্যস্ততা এখন চূড়ান্ত প্রস্তুতিকে ঘিরে।
সফরকারী পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী দল ইতোমধ্যে একাডেমি মাঠে নিজেদের অনুশীলন সেরেছে। সেই সঙ্গে সিরিজকে গুরুত্ব দিয়ে বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড।
আগামী ৩ ডিসেম্বর শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ। তার আগে ১ ও ২ ডিসেম্বর দুই দলই কক্সবাজারের একাডেমি মাঠে নিজেদের অনুশীলনে ব্যস্ত থাকবে। নতুন প্রতিভা আবিষ্কার, দলে ভারসাম্য আনা এবং সিরিজকে প্রতিযোগিতামূলক করে তোলাই বিসিবির মূল লক্ষ্য বলে বোঝা যাচ্ছে।
স্কোয়াডে আছেন দুই উইকেটরক্ষক—সুমাইয়া আক্তার সুবর্ণা ও আরিত্রি মন্ডল নির্জনা। নেতৃত্বে থাকছেন সাদিয়া ইসলাম, যিনি সাম্প্রতিক সিরিজগুলোতে ব্যাট ও বল দুটোতেই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন। সঙ্গে রয়েছেন স্বর্ণামনি, রুমানা, পিংকির মতো নিয়মিত মুখ, যারা দলের ব্যাটিং–বোলিং ইউনিটে স্থিরতা যোগ করবে।
স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে পাঁচ তরুণীকে—এর মধ্যে উল্লেখযোগ্য অদৃতা নোয়াসির, লিমা খাতুন ও আখি আক্তার। তাদের অন্তর্ভুক্তি ভবিষ্যতের শক্তিশালী ব্যাকআপ তৈরির ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে, পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী দল এসেছে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে। ইমান নাসেরের নেতৃত্বে গড়া দলটিতে ব্যাটার ও অলরাউন্ডারদের গভীরতা সিরিজটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দলের চূড়ান্ত স্কোয়াড (১৫ জন)
সুমাইয়া আক্তার সুবর্ণা (উইকেটরক্ষক), আরিত্রি মন্ডল নির্জনা, সাদিয়া ইসলাম (অধিনায়ক), মোসাম্মৎ ফারজানা ইয়াসমিন, মাইমুনা নাহার স্বর্ণামনি, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, অতশি মজুমদার, জারিন তাসনিম লাবণ্য, লামিয়া মৃদা, আচিনা জান্নাত ইমান্তা (উইকেটরক্ষক), মোসাম্মৎ সাদিয়া নুসরাত, মোসাম্মৎ সামিয়া খাতুন, কুমারি রানি শিল।
এসআর
মন্তব্য করুন: