তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে ভর করে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মাত্র ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ জিতে যায় ৮ উইকেটের বিশাল ব্যবধানে, তাও আবার মাত্র ১৩.৪ ওভারে, অর্থাৎ হাতে ছিল আরও ৩৮ বল।
প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজ নিয়ে কিছুটা চিন্তা তৈরি হয়েছিল। কারণ সেই ম্যাচে টস না জিতলেও আগে ব্যাট করে আইরিশরা করেছিল ১৮১ রান এবং বাংলাদেশকে হারায় ৩৯ রানে। তবে পরের দুই ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড ১৭০ রান করলেও বাংলাদেশ জিতে নেয় ৪ উইকেটে। ফলে শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী।
শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড পুরোপুরি চাপে পড়ে। বাংলাদেশের বোলারদের দারুণ বোলিংয়ে ১৯.৫ ওভারে মাত্র ১১৭ রানেই অলআউট হয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ বলে ৩৮ রান করেন ওপেনার পল স্টার্লিং, যাকে আউট করেন রিশাদ হোসেন। এছাড়া ১০ বলে ১৭ রান করেন টিম ট্যাক্টর। উদ্বোধনী জুটিতেই তারা তুলেছিল ৩৮ রান। কিন্তু সেই জুটি ভাঙার পর থেকেই উইকেটের মিছিল শুরু হয়।
মিডল অর্ডারে জর্জ ডকরেল ২৩ বলে ১৯ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও শরিফুল ইসলামের বলে তিনি আউট হলে সব শেষ হয়ে যায়। দলীয় সংগ্রহে ১০ রান যোগ করেন গ্যারেথ ডেলানি। বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন নেন ৩টি করে উইকেট। শরিফুল ইসলাম নেন ২ উইকেট, আর মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন নেন ১টি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ পায় দারুণ শুরু। তানজিদ তামিম ও সাইফ হাসান মিলে গড়েন ৩৮ রানের জুটি। সাইফ ১৪ বলে ১৯ রান করে আউট হন। এরপর লিটন দাস মাত্র ৭ রান করে ফেরার পর দলের রান দাঁড়ায় ৪৬/২।
তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। তারা অনায়াসে দলকে জয় পর্যন্ত নিয়ে যান। তানজিদ তামিম ৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে পারভেজ ইমন ২৬ বলে ৩৩ রানে অপরাজিত থেকে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়, প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলিয়ে দারুণভাবে ফিরে আসে টাইগাররা।
এসআর
মন্তব্য করুন: