অস্ট্রেলিয়ার পার্থে দুই দিনেই অ্যাশেজের প্রথম টেস্ট হারার পর
আবারো বিতর্কে জড়িয়েছে ইংল্যান্ড দল। ব্রিসবেনে দ্বিতীয় টেস্টের আগে মাঠের বাইরের এক ঘটনায় আলোচনায় এসেছেন অধিনায়ক বেন স্টোকসসহ তিন ক্রিকেটার।
রাস্তায় চলাচলের নিয়ম ভেঙে পুলিশের নজর কাড়েন তারা।
হেলমেট ছাড়াই ব্রিসবেনে ই-স্কুটার চালাতে দেখা গেছে স্টোকস, মার্ক উড এবং জেমি স্মিথকে। কুইন্সল্যান্ডের সড়ক আইন ২৫৬এ (১) ধারায় হেলমেট ছাড়া স্কুটার চালানোর জন্য সর্বোচ্চ ১৬৬ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
সে আইনে সব স্কুটারচালকের হেলমেট পরা বাধ্যতামূলক হলেও ছবিতে দেখা যায়—স্টোকস, উড ও স্মিথ কেউই হেলমেট ব্যবহার করেননি। স্মিথের স্কুটারে হেলমেট ঝুলতে দেখা গেলেও তিনি তা মাথায় পরেননি।
ছবিতে আরও দেখা যায়, উডের হাঁটুতে সাপোর্ট ব্যান্ডেজ বাঁধা। নয় মাস পর পার্থ টেস্ট দিয়ে তিনি মাঠে ফিরেছিলেন। চ্যাম্পিয়নস ট্রফিতে পাওয়া ইনজুরির পর প্রথম টেস্টে তিনি মাত্র ১১ ওভারের কিছু বেশি বল করতে পারেন। শারীরিক অস্বস্তির কারণে ব্রিসবেন টেস্টে তাকে বিশ্রামে রাখার পরিকল্পনা রয়েছে। তবে ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে তৃতীয় টেস্টে তার ফেরার সম্ভাবনা আছে।
অস্ট্রেলিয়া সফরে ইংলিশ ক্রিকেটারদের আইনভঙ্গ নতুন কিছু নয়। ২০১০–১১ মৌসুমে, যখন শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড, তখন মেলবোর্নের উপশহরে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য কেভিন পিটারসেনকে ২৩৯ ডলার জরিমানা গুনতে হয়েছিল। সাত বছর পর রাস্তা পার হওয়ার নিয়ম অমান্য করায় জরিমানা হয়েছিল টেস্ট ধারাভাষ্যকার জোনাথান অ্যাগনুর।
এসআর
মন্তব্য করুন: