[email protected] সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
১৭ অগ্রহায়ণ ১৪৩২

মাহমুদউল্লাহকে পেয়ে খুশি সোহান, রংপুর-রাজশাহীর প্রতি কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫ ১০:৫৮ এএম

বিপিএল নিলামের প্রথম ডাকেই দল না পেয়ে অবিক্রিত রয়ে

গিয়েছিলেন দুই অভিজ্ঞ টাইগার—মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। নিলামের শুরুতে তৃতীয় ক্রিকেটার হিসেবে নাম ওঠা সত্ত্বেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি রিয়াদকে নিতে। পরে নিলামের শেষ দিকে এসে রংপুর রাইডার্স তাকে দলে ভেড়ায়।

নিলাম শেষে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, দলের কম্বিনেশনে একজন সিনিয়র ক্রিকেটার যুক্ত হওয়া তাদের জন্য বড় স্বস্তি। তার ভাষায়, “আমাদের স্কোয়াডে সিনিয়র হিসেবে রিয়াদ ভাই আছেন—এটা কম্বিনেশনে অসাধারণ ভারসাম্য এনে দেবে। ব্যক্তিগতভাবেও আমি খুব খুশি।”

সোহান আরও বলেন, “রিয়াদ ভাইয়ের সঙ্গে একই দলে খেলতে পারাটা বড় আনন্দের। ফার্স্ট ক্লাস ও প্রিমিয়ার লিগ—সবকিছু আমরা একই সময়ে শুরু করেছিলাম। তাই এখন একই দলে থাকা বেশ বিশেষ অনুভূতি।”

এদিকে অন্য অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে নিজেদের স্কোয়াডে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। সিনিয়র দু’জনকে সম্মান দেখিয়ে দলে টেনে নেওয়ার জন্য রংপুর ও রাজশাহীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সোহান। তিনি বলেন, “মুশফিক ভাই, রিয়াদ ভাইসহ সিনিয়ররা বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে বিশাল ভূমিকা রেখেছেন। রংপুর ম্যানেজমেন্ট যেমন বিষয়টি ভেবেছে, রাজশাহীও ঠিক একইভাবে মুশফিক ভাইকে সম্মান জানিয়েছে। সুযোগ থাকলে আমরা দু’জনকেই নিতে চাইতাম। তবুও ভালো লাগছে—মাঠে আমরা আবার একসঙ্গে খেলতে পারব।”

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর