[email protected] শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২

রেকর্ড গড়া জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ২:৫৪ এএম

সংগৃহীত ছবি

আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড লক্ষ্য তাড়া করে জয় পেয়েছে বাংলাদেশ।

এর ফলে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরল লিটন দাসের দল।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল হাতে রেখে ৪ উইকেটে জয়ের দেখা পায় টাইগাররা।

দেশের মাটিতে টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশ দলের সর্বোচ্চ রান তাড়ার সফলতা। এর আগে শ্রীলংকার বিপক্ষে ১৬৬ রান তাড়া করে জিতেছিল দল।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক লিটন দাস। ৩৭ বলের ইনিংসে তিন চার ও তিন ছক্কায় তিনি তুলে নেন ক্যারিয়ারের ১৬তম ফিফটি।

ওপেনার পারভেজ হোসেন ইমন করেন ২৮ বলে ৪৩ রান। শেষ দিকে ৭ বলে ১৭ রানের ঝড়ো ইনিংস খেলেন মোহাম্মদ সাইফউদ্দিন, যা জয়ের পথ সহজ করে দেয়। বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করেন শেখ মেহেদি হাসান (৩ বলে ৬)।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৬ উইকেটে ১৭০ রান তোলে। পাওয়ার প্লেতে দলটি ১ উইকেটে তোলে ৭৫ রান। লরকান টাকার করেন সর্বোচ্চ ৪১ রান (৩২ বল)। ওপেনার টিম ট্যাক্টর ৩৮ এবং পল স্টার্লিং ২৯ রান যোগ করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শেখ মেহেদি হাসান (২৫ রানে)। সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব নেন একটি করে উইকেট। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর