গত সপ্তাহে নেটে বোলিং করলেও প্যাট কামিন্সকে এখনও পুরোপুরি
প্রস্তুত বলে মনে করেনি অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। একই অবস্থা ছিল জশ হ্যাজেলউডের ক্ষেত্রেও। ফলে পার্থ টেস্টে যারা ছিলেন, সেই অপরিবর্তিত ১৪ সদস্যের দল নিয়েই ব্রিসবেন টেস্ট খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গত শুক্রবার দীর্ঘ বোলিং সেশন করেন কামিন্স। স্কোয়াডে সুযোগ না পেলেও তিনি ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেবেন এবং সোমবার আবার বল করবেন। কোচিং স্টাফের ধারণা—আরো দুই সপ্তাহ প্রস্তুতি নিলে অ্যাডিলেডে তৃতীয় টেস্টেই প্রত্যাবর্তন সম্ভব।
খাজার ইনজুরি ও দলের ব্যাটিং সমীকরণ
পিঠের চোট নিয়ে পার্থে খেললেও উসমান খাজা স্কোয়াডে টিকে গেছেন। প্রথম ইনিংসে মাত্র ১ রান এবং ফিল্ডিংয়ে ক্যাচ নিতে গিয়ে চোট পাওয়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি। তার অনুপস্থিতিতে ওপেনিংয়ে উঠে আসা ট্রাভিস হেড ধ্বংসাত্মক ব্যাটিংয়ে দ্রুততম সেঞ্চুরি করে দুই দিনেই অস্ট্রেলিয়াকে জেতান।
এখন প্রশ্ন হচ্ছে—ব্রিসবেনে খাজা খেলবেন, নাকি হেডের ওপেনিং বজায় রাখবে দল?
পেস আক্রমণে যারা
কামিন্সকে ছাড়াই পার্থে ৫ উইকেট নেওয়া ব্রেন্ডন ডগেট দলে থাকছেন নিশ্চিতভাবেই। তার সঙ্গে আক্রমণ সামলাবেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড।
ম্যাচের সময়সূচি
অস্ট্রেলিয়ার দল আগামী রোববার ব্রিসবেনে একত্র হবে, আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার)। প্রথম ম্যাচে জয় পেয়ে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে ১–০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার স্কোয়াড (অপরিবর্তিত ১৪ জন)
স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশানে, নাথান লিয়ন, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল্ড, বিউ ওয়েবস্টার।
এসআর
মন্তব্য করুন: