কয়েক বছর আগে যাদের ৬-০ গোলে হারানো হয়েছিল, সেই মালয়েশিয়ার বিপক্ষে এবার মাঠেও বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্বল।
মালয়েশিয়ার কোচ কী বললেন? মালয়েশিয়ার ব্রাজিলিয়ান কোচ জয়েল করনেলি জানান—তারা আগে থেকেই জানতেন যে বাংলাদেশ খুব হাই লাইন ডিফেন্স ব্যবহার করে।
এই কৌশলের দুর্বলতা কাজে লাগিয়েই তারা গোল করেছেন।অর্থাৎ, বাংলাদেশের হাই লাইনই তাদের জয়ের সুযোগ করে দিয়েছে।
বাংলাদেশের কোচ পিটার বাটলার সম্পর্কে বিতর্ক। বাটলার প্রতিপক্ষ যেমনই হোক, ধারাবাহিকভাবে হাই লাইন ডিফেন্স খেলাচ্ছেন। কিন্তু বাংলাদেশের ডিফেন্ডাররা শারীরিক সক্ষমতা ও গতি—উভয় ক্ষেত্রেই দুর্বল হওয়ায় এই কৌশল বারবার বিপদ তৈরি করছে। সাম্প্রতিক প্রায় সব ম্যাচেই হাই লাইনের কারণে বাংলাদেশ গোল হজম করছে।
বাফুফে নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সরাসরি বলছেন— বাটলারের এই কৌশল নিয়ে তারা উদ্বিগ্ন।“এই হাই লাইন ডিফেন্স থেকে সরে আসতে হবে” —এমনটাই তার স্পষ্ট মত।
তিনি কোচের সাথে বিষয়টি আলোচনা করবেন এবং প্রয়োজনে কৌশল পরিবর্তন করতে বলবেন।
বাংলাদেশের খেলোয়াড়দের জন্য হাই লাইন ডিফেন্স ঝুঁকিপূর্ণ, কারণ ডিফেন্স-লাইন খুব ওপরে উঠে গেলে পেছনে বড় ফাঁকা জায়গা তৈরি হয়।প্রতিপক্ষ দ্রুতগতির আক্রমণকারীরা সহজেই সেই জায়গা ব্যবহার করে। মালয়েশিয়া ঠিক সেটাই করেছে।
বাংলাদেশের নারীদের ফুটবলে কোচের একগুঁয়ে হাই লাইন কৌশলই পরাজয়ের প্রধান কারণ হিসেবে উঠে আসছে, এবং বাফুফে এখন পরিবর্তনের দিকে ইঙ্গিত দিচ্ছে।
এসআর
মন্তব্য করুন: